এখন পড়ছেন
হোম > রাজ্য > পর্যাপ্ত নম্বর পেলেও কলেজে ভর্তি নিয়ে সমস্যা, বিপাকে পড়ুয়ারা!

পর্যাপ্ত নম্বর পেলেও কলেজে ভর্তি নিয়ে সমস্যা, বিপাকে পড়ুয়ারা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা ভাইরাসের কারণে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি। তবে নম্বর দিয়ে দেওয়া হয়েছে। একই অবস্থা সিআইএসসিই বোর্ডেরও। তবে পর্যাপ্ত নম্বর পেয়ে ছাত্রছাত্রীরা খুশি হলেও, অনেকেই তাদের হাতে মার্কশিট পাচ্ছেন না। যার ফলে কলেজে ভর্তির আবেদন করতে গিয়ে ব্যাপক সমস্যায় পড়েছেন সিআইএসসিই বোর্ডের আইএসসি পড়ুয়ারা। সঠিক সময় মার্কশিট না পাওয়ার কারণে অনলাইনে কলেজ ভর্তির আবেদন করতে গিয়ে তাদের অনেকটাই চাপের মুখে পড়ে যেতে হচ্ছে। তাই এই পরিস্থিতিতে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় তাদের অভিভাবকরা।

অনেকেরই প্রশ্ন, সঠিক সময় যদি মার্কশিট দেওয়া সম্ভব না হয়, তাহলে পড়ুয়ারা কলেজে ভর্তির আবেদন করতে পারবে না। যার ফলে তাদের ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণের পথে অন্তরায় তৈরি হতে পারে। তাই অবিলম্বে স্কুলগুলির এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা উচিত বলেই দাবি করছেন একাংশ। এদিন এই প্রসঙ্গে এক অভিভাবক বলেন, “পরীক্ষার ফল প্রকাশের পরে প্রায় দুই সপ্তাহ হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত ওরা মার্কশিট হাতে পেল না। এটা ঠিক যে, ভর্তির প্রক্রিয়া চলবে আরও কয়েকদিন। কিন্তু প্রতিযোগিতার আবহে অনেকেই তাড়াতাড়ি ফর্ম পূরণ করতে চাইছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সত্যিই তো তাই! পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথায় রেখে কেন এখনও পর্যন্ত তাদের মার্কশিট দেওয়া হচ্ছে না? ইতিমধ্যে এই ব্যাপারে কেন্দ্রীয় বোর্ডের অধীনস্থ বিভিন্ন স্কুলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, খুব তাড়াতাড়ি এই মার্কসিট বিতরণের কাজ শুরু হয়ে যাবে। পর্যবেক্ষকদের একাংশের মতে, করোনা ভাইরাসের কারণে এবার পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ থেকে শুরু করে কেন্দ্রীয় বোর্ড একই রাস্তায় হেঁটেছে। নম্বর বসিয়ে দেওয়া হয়েছে ছাত্র-ছাত্রীদের। কিন্তু তার পরেও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ যখন মার্কশিট বিতরণের কাজ সম্পন্ন করে ফেলেছে, তখন কেন্দ্রীয় বোর্ডের পরীক্ষার্থীদের এখনও পর্যন্ত মার্কশিট বিতরণ করা হয়নি।

যার ফলে তারা কলেজে ভর্তি হতে গিয়ে অনেকটাই সমস্যার মুখে পড়ছেন। আর এরপরই ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে রীতিমতো চিন্তায় তাদের অভিভাবক অভিভাবিকারা। তাই অবিলম্বে যাতে এই সমস্যার সমাধান করে ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার পথে এগিয়ে দেওয়া যায়, তার জন্য বোর্ডের কাছে আবেদন করছেন সকলে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, কবে সমস্যার সমাধান হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!