এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > পরবর্তী মার্কিন ভাইস প্রেসিডেন্ট হতে পারেন এক ভারতীয় বংশোদ্ভূত? নতুন ঘোষনায় চাঞ্চল্য

পরবর্তী মার্কিন ভাইস প্রেসিডেন্ট হতে পারেন এক ভারতীয় বংশোদ্ভূত? নতুন ঘোষনায় চাঞ্চল্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  এবার কি আন্তর্জাতিক ক্ষেত্রেও পৌঁছে যেতে চলেছে ভারতের নাম? সূত্রের খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে এবার ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বিডেন একটি মাস্টার স্ট্রোক দিয়ে ফেললেন। যেখানে নিজের সঙ্গী হিসেবে তিনি একজন অ-শ্বেতাঙ্গ এবং প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা কমলা হ্যারিসকে বেছে নিয়েছেন।

জানা গেছে, জো বিডেন তাঁর সঙ্গী হিসেবে কমলা হ্যারিসকে বেছে নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইছেন। স্বভাবতই একজন ভারতীয়কে নিজের সঙ্গী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী বেছে নেওয়ায় এখন আশার আলো তৈরি হয়েছে ভারতজুড়ে।

সূত্রের খবর, এদিন টুইটার হ্যান্ডেল জো বিডেন লেখেন, “আমার খুবই ভালো লাগছে আমার সহযোদ্ধা হিসেবে একজন ভয়ডরহীন লড়াকু মেজাজের মহিলা এবং দেশের অন্যতম জনপ্রিয় প্রতিনিধি কমলা হ্যারিসের নাম ঘোষণা করতে পেরে। আমার প্রচারে তাকে সঙ্গী হিসেবে পেয়ে আমি গর্বিত।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে জো বিডেন তার প্রশংসা করায় পাল্টা টুইটে প্রতিক্রিয়া দেন কমলা হ্যারিস। তিনি বলেন, “আমি জো বিডেনের প্রশংসায় মুগ্ধ। তার সহযোদ্ধা হিসেবে সব লড়াইয়ে আমি তৈরি। আমেরিকার মানুষকে তিনি একত্রিত করতে পারবেন। কারণ তিনি এই কাজ করেছেন। প্রেসিডেন্ট হিসেবে আমাদের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য এক আমেরিকা তৈরি করবেন তিনি।”

জানা যায় এই কমলা হ্যারিসের বাবা জামাইকার বাসিন্দা এবং তার মা ভারতীয়। তবে ছোটবেলা থেকেই তিনি আমেরিকার বাসিন্দা বলে পরিচিত। তবে যেহেতু তার রক্ত ভারতের, তাই আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী সঙ্গী হওয়ায় ভারতবাসীর মধ্যেও কমলা হ্যারিসকে নিয়ে আশার আলো তৈরি হয়েছে। যদি সত্যি সত্যিই ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে নতুন প্রেসিডেন্ট এবং তার ভাইস-প্রেসিডেন্ট এই ভারতীয় হন, তাহলে ভারতের ক্ষেত্রে তা আন্তর্জাতিক ক্ষেত্রে অনেকটাই বড় সফলতা বয়ে আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!