এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তর বিজেপি নেতা! ‘ফাঁসানো হচ্ছে’ দাবি গেরুয়া শিবিরের

পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তর বিজেপি নেতা! ‘ফাঁসানো হচ্ছে’ দাবি গেরুয়া শিবিরের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –আগামী বছরের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে যখন পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি যথেষ্টভাবে উত্তপ্ত হয়ে উঠেছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন চলছে পারস্পরিক অভিযোগ চাপানউতোরের পর্ব, ঠিক সেই সময় উত্তর ২৪ পরগনার শ্রীনগর মাটিয়া পঞ্চায়েতের অন্তর্গত চাঁদ নগর গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দা জনৈক বিজেপি নেতা রামপ্রসাদ সাঁপুই এর বিরুদ্ধে উঠে এলো ধর্ষণের গুরুতর অভিযোগ যে অভিযোগে গতকাল বুধবার সন্ধ্যায় পুলিশ গ্রেপ্তার করেছে তাঁকে ।

পুলিশের পক্ষ থেকে ও স্থানীয় সংবাদ সূত্রে জানা গেছে, পাঁচ মাস আগে বিজেপি নেতার রামপ্রসাদ সাঁপুইয়ের বাড়িতে পরিচারিকার কাজ নিয়েছিলেন ৫২ বছর বয়স্ক জনৈক মহিলা। সেই পরিচারিকা মহিলা অভিযোগ করেছেন যে, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে রামপ্রসাদ সাঁপুই তার উপরে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালায়। নির্যাতনের প্রতিবাদ করতে গেলে কুপ্রস্তাবদান সহ মারমুখী হয়ে ওঠে নেতা রামপ্রসাদ সাঁপুই। এমনকি একদিন মারধর করার পর তাকে ধর্ষণের হুমকি দিয়ে ধর্ষণও করে রামপ্রসাদ সাঁপুই। প্রাণের ভয়েই নিজের উপরে করা সমস্ত অন্যায় ও নির্যাতনকে মুখ বুজে সহ্য করে নেন তিনি। তার নিরাপত্তাহীনতার সুযোগ নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেছেন এই নেতা, এমনি ভয়ঙ্কর অভিযোগ করেছেন পরিচারিকা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু শেষ পর্যন্ত তার ধৈর্য্যের বাঁধ ভেঙে যায়। গতকাল সকালে চাঁদপুর গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে তিনি নিজের অত্যাচারের কথা বলেন ও তার প্রতিকারের আর্জি জানান। শেষ পর্যন্ত নিজের উপরে চলা নির্যাতনের প্রতিকারের জন্যে মাটিয়া থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেন রামপ্রসাদ সাঁপুইয়ের এর বিরুদ্ধে। পুলিশের কাছে তিনি অভিযোগ করেছেন, একদিন আগে বিকেলে ভয় দেখিয়ে তাকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে রামপ্রসাদ সাঁপুই তাকে মারধর ও ধর্ষণ করেছেন । শুধু তাই নয় এই নির্যাতনের ঘটনা কাউকে কাউকে জানালে তাকে খুনের হুমকি পর্যন্ত দিয়েছেন। পরিচারিকা মহিলার এই অভিযোগের ভিত্তিতেই ৫৫ বছর বয়স্ক রামপ্রসাদকে শেষপর্যন্ত গ্রেফতার করেছে পুলিশ।

তবে নিজের দিকে ওঠা এই ধর্ষণের অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করতে দেখা গেল রামপ্রসাদ সাঁপুইকে। কে এ প্রসঙ্গে তাঁর দাবি, ‘‘আমি ষড়যন্ত্রের শিকার। মিথ্যা অভিযোগে মহিলাকে ব্যবহার করে আমাকে ফাঁসানো হয়েছে।’’ বিজেপি নেতা রামপ্রসাদ সাঁপুইয়ের বিরুদ্ধে উত্থাপিত এই অভিযোগ প্রসঙ্গে চাঁদনগর গ্রামের পঞ্চায়েত উপপ্রধান ও জনৈক তৃণমূল নেতা প্রেমেন্দ্র মল্লিক জানিয়েছেন, ‘‘বিজেপির প্রাক্তন সদস্যের স্বামী রামপ্রসাদ বিজেপির ব্লক নেতা। একজন অসহায় মহিলার উপরে শারীরিক নির্যাতন মেনে নেওয়া যায় না। পুলিশকে বলা হয়েছে, তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিতে।’’

অন্যদিকে উত্তর ২৪ পরগনা জেলার বিজেপি সভাপতি তারকেশ্বর ঘোষ বিজেপি নেতার বিরুদ্ধে ওঠা এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছেন। এ প্রসঙ্গে তাঁর দাবি, ‘‘তৃণমূলের লোকজন পরিকল্পনা করে ওঁকে ফাঁসিয়েছে। মানসিক ভাবে অসুস্থ এক মহিলাকে দিয়ে রামপ্রসাদের নামে মিথ্যা অভিযোগ করিয়েছে। এটা রাজনৈতিক প্রতিহিংসা থেকেই করা হয়েছে।’’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!