এখন পড়ছেন
হোম > জাতীয় > পড়শী রাজ্যকে জল দিতে বাধ্য করলে রাজ্যে আগুন জ্বলবে! হুঁশিয়ারি এই মুখ্যমন্ত্রীর, তীব্র শোরগোল

পড়শী রাজ্যকে জল দিতে বাধ্য করলে রাজ্যে আগুন জ্বলবে! হুঁশিয়ারি এই মুখ্যমন্ত্রীর, তীব্র শোরগোল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট দুই দেশের মধ্যে জল বন্টন নিয়ে হওয়া সমস্যার কথা প্রসঙ্গ অবগত হয়েছে এ দেশের মানুষ। কিন্তু এবার একই দেশের দুই রাজ্যের মধ্যে যেভাবে জল বন্টন নিয়ে শুরু হলো ঝামেলা, তা নিয়ে এবার রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র চাপান উতোর। দীর্ঘদিন ধরেই হরিয়ানা ও পাঞ্জাবের মধ্যে জল নিয়ে একটি সমস্যা চলছে। মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। অন্যদিকে সুপ্রিমকোর্ট দীর্ঘদিনের সমস্যা মিটিয়ে দুই রাজ্য যথা হরিয়ানা ও পাঞ্জাব কে একসাথে বসে সমস্যা মেটাবার কথা বলে।

সেই উদ্দেশ্যেই হরিয়ানা ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনায় বসে ছিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। আর এই আলোচনাতেই স্পষ্টভাবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং শতদ্রু যমুনা লিঙ্ক ক্যানাল তৈরী করে হরিয়ানাকে জল দেওয়ার তীব্র বিরোধিতা করেন বলে জানা গেছে। এদিন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পরিষ্কার হুঁশিয়ারি দেন, শতদ্রু যমুনা লিংক তৈরি করে হরিয়ানাকে জল সরবরাহ করতে গেলে সমগ্র পাঞ্জাবে আগুন জ্বলে উঠবে। শুরু হবে রাজ্যজুড়ে অশান্তি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে তিনি খালিস্তানি আন্দোলনের কথা জানিয়েছেন এদিন। সম্প্রতি খালিস্তান আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা মানুষদের পাকিস্তান ক্রমাগত উস্কে দিয়ে পাঞ্জাবে অশান্তি পাকানোর চেষ্টা করছে বলে তিনি জানান। এবং প্রসঙ্গ টেনে এনে তিনি জানিয়ে দেন, ক্যানেল করে হরিয়ানা ও রাজস্থানকে জল সরবরাহ করতে গেলে পাঞ্জাবের মানুষ তা কোনোভাবেই মেনে নেবেনা। গোটা রাজ্যের সঙ্গে পড়শী রাজ্য হরিয়ানা ও রাজস্থানও উত্তাল হয়ে উঠতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, 1982 সালে শতদ্রু যমুনা লিঙ্ক ক্যানেল নির্মাণের কাজ শুরু হয়েছিল। কিন্তু তার পরেই শিরোমণি অকালি দলের তরফে পাঞ্জাবজুড়ে বিক্ষোভ দেখানো হয়। যথারীতি কাজ বন্ধ হয়ে যায়। মামলা সুপ্রীম কোর্টে যায়। গত 28 জুলাই কেন্দ্রীয় সরকারকে দুই রাজ্যের মধ্যে মধ্যস্থতা করে বিষয়টি মেটানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এদিন সেই নির্দেশেই বৈঠকে হয়েছে। অন্যদিকে এই বৈঠকের পর জল বন্টন প্রসঙ্গে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার জানিয়েছেন, জল বন্টন নিয়ে ক্যানেল তৈরি হওয়ার ব্যাপারে তাঁদের অবস্থান একই আছে।

তবে জলবণ্টন নিয়ে যে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি, সেকথাও তিনি জানান। এ প্রসঙ্গে তিনি চণ্ডীগড়ে আরেকটি বৈঠক হবার কথা উল্লেখ করেন। অন্যদিকে জল বন্টন নিয়ে পাঞ্জাবের কড়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এদিন অন্য দুই রাজ্য কোনো মন্তব্য করেনি বলে জানা যাচ্ছে। তবে এই নিয়ে দুই রাজ্যের সম্পর্কে যে চিড় ধড়ছে সে ব্যাপারে অনেকেই একমত। আগামী জলবন্টন নিয়ে কি সিদ্ধান্ত হবে তা জানা নেই কারোর। তবে সেক্ষেত্রে পাঞ্জাবকে শান্ত রেখেই সিদ্ধান্ত গৃহীত হবে বলে দাবী করা হচ্ছে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!