এখন পড়ছেন
হোম > জাতীয় > পশ্চিমবঙ্গের জন্য বড়সড় সুখবর শোনালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী,জেনে নিন

পশ্চিমবঙ্গের জন্য বড়সড় সুখবর শোনালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী,জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাম আমলে এ রাজ্যে সিঙ্গুর থেকে রতন টাটাকে সরিয়ে শিল্পবিমুখ বলে তৎকালীন তৃণমূল নেতৃত্ব তকমা আদায় করেছিল দেশের শিল্পমহলের কাছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। পরবর্তীতে তৃণমূল সরকার ক্ষমতায় এলেও রাজ্যে কিন্তু সেই অর্থে শিল্পের মুখ দেখা যায়নি। বিনিয়োগ করতে পিছপা হয়েছেন শিল্পপতিরা। অথচ বিভিন্ন সময়ে দেখা গেছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিয়েছেন তাবড় তাবড় শিল্পপতিরা। আর এই নিয়েই বরাবর বিরোধীরা তৃণমূল সরকারের দিকে অভিযোগের আঙুল তুলে আসছে।

শিল্প বিমুখ বলে রীতিমতো কটাক্ষ শুনতে হয় তৃণমূল সরকারকে বিরোধীদের। এ প্রসঙ্গে এবার তৃণমূল সরকারের দিকে নতুন করে অভিযোগ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সম্প্রতি তিনি বিজেপি শিবিরের ভার্চুয়াল মিটিংয়ে যোগ দেন এবং সেখানেই তিনি পশ্চিমবঙ্গ কেন শিল্প বিমুখ আজ দেশের বিভিন্ন শিল্পপতিদের কাছে তার ব্যাখ্যা দিয়েছেন বলে জানা গেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কথায় রাজনৈতিক হিংসা এবং পুলিশের পক্ষপাতদুষ্টতার জন্যই এরাজ্যে শিল্পপতিরা পা দিচ্ছেন না।

তবে তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের শিল্প আসা ভীষণ জরুরি। এবং পশ্চিমবঙ্গে বিনিয়োগের জন্য দেশি-বিদেশি শিল্পপতিরা মুখিয়ে রয়েছেন। দেখা যাচ্ছে, রাজ্যের যুবক-যুবতীরা বর্তমান সময়ে কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরছেন। লকডাউনে বেকারত্বের হার মারাত্মক অবস্থায় পৌঁছেছে রাজ্যে বলে দাবি বিরোধী দলের। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই চাষের জমি এবং শিল্পের জমিকে আলাদা করে রেখেছেন। আর এই কারণেই বহু শিল্পপতি পিছিয়ে গিয়েছে বলে দাবি শিল্পমহলের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও রাজ্য সরকার শিল্পের জন্য ল্যান্ড ব্যাংক তৈরি করেছেন বলে জানা গেছে। কিন্তু সরকারের চাষের জমি অধিগ্রহণ বিরোধী অবস্থানের জন্য এ রাজ্যে শিল্পপতিরা বিশেষ কোনো আগ্রহ দেখাননি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। বরং পাল্টা বলা হয়েছে, বড় শিল্প না আসুক ছোট এবং মাঝারি শিল্পে যথেষ্ট উৎসাহ দেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। তবে কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন কিন্তু পশ্চিমবাংলার হিংসার রাজনীতিকেই শিল্প না আসার কারণ বলে দাবি করেছেন।

তাঁর মতে, রাজ্যের আইন-শৃঙ্খলা যদি ঠিক থাকে অবশ্যই পশ্চিমবঙ্গে শিল্পায়নের চেষ্টা চালানো যেতেই পারে। কিন্তু যেভাবে প্রতিটি রাজনৈতিক দল এখানে হিংসা ছড়াচ্ছে, তাতে সাধারণ মানুষের আত্মবিশ্বাস রীতিমত তলানীতে। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যেভাবে রাজ্যের তৃণমূল সরকারকে শিল্প বিনিয়োগ নিয়ে কোণঠাসা করেছেন, তাতে এক পক্ষে রাজ্যের তৃণমূল সরকারকে চাপে ফেলার কৌশল বলে মনে করা হচ্ছে।

একথা সত্যি বিগত কয়েক বছর ধরে রাজ্যে বড় কোন শিল্পপতির আগমন ঘটেনি বরং বেশ কিছু শিল্পায়ন বন্ধ হয়ে যাবার মুখে। অন্যদিকে শিল্পপতিরা জমি জটের কারণে এ রাজ্যে বিনিয়োগ করতে চাননা বলে মত অনেকেরই। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর অভিযোগের ভিত্তিতে রাজ্য সরকার পরবর্তীকালে পশ্চিমবঙ্গের শিল্পায়ন বাড়ানোর দিকে কোনো বিশেষ ভূমিকা গ্রহণ করে কিনা, সেদিকে এখন লক্ষ্য রাখবে রাজ্যের ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!