এখন পড়ছেন
হোম > জাতীয় > পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের নিয়মে এল বড়সড় পরিবর্তন! বড় ধাক্কায় মাথায় হাত মধ্যবিত্তের!

পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের নিয়মে এল বড়সড় পরিবর্তন! বড় ধাক্কায় মাথায় হাত মধ্যবিত্তের!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পোস্ট অফিসের সেভিংস একাউন্ট এর ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনা হলো। আগামী মাস থেকে এ বিষয়ে এক নতুন নিয়ম কার্যকরী হতে চলেছে। সেখানে জানানো হয়েছে যে, পোস্ট অফিসের সেভিংস একাউন্টে ন্যূনতম ব্যালেন্স ৫০০ টাকা রাখতে হবে। আর্থিক বছরের শেষে একাউন্টে যদি এই নির্দিষ্ট পরিমান অর্থ না থাকে, তবে দিতে হবে তার জন্য জরিমানা। জরিমানা দেবার পর সেভিংস একাউন্টে ব্যালেন্স যদি শুন্য হয়ে যায়, তাহলে সে একাউন্ট বন্ধ হয়ে যাবে। পোস্ট অফিসের এই সিদ্ধান্তে মাথায় হাত মধ্যবিত্তদের।

প্রসঙ্গত, গত শুক্রবার ইন্ডিয়া পোস্ট এর পক্ষ থেকে টুইট করে এ বিষয়টি জানানো হয়েছে। সেখানে জানানো হয়েছে যে, এবার থেকে পোস্ট অফিসের সেভিংস একাউন্টে ন্যূনতম ৫০০ টাকা রাখা বাধ্যতামূলক করা হলো। আগে এই ন্যূনতম ব্যালেন্সের পরিমাণ যথেষ্ট কম ছিল। দেশের বহু প্রান্তিক এলাকার মানুষেরা, মধ্যবিত্তরা যার সুবিধা পেয়েছিলেন। কিন্তু তা এক এক ধাক্কায় ৫০০ টাকা করে দেওয়াতে বিপদ বারবে অনেকেরই।

ইন্ডিয়া পোস্ট এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী ডিসেম্বর মাসের ১১ তারিখের পর থেকে পোস্ট অফিসের সেভিংস একাউন্টে ৫০০ টাকার কম রাখা হলে তার জন্য মেনটেনেন্স চার্জ কেটে নেওয়া হবে। আরও জানানো হয়েছে যে, আর্থিক বছরের শেষে সেভিংস একাউন্টে যদি ৫০০ টাকার কম ব্যালেন্স থাকে, তবে ১০০ টাকা জরিমানা ধার্য করা হবে। এই জরিমানা কেটে নেওয়ার পর যদি দেখা যায় যে, একাউন্ট ব্যালেন্স শুন্য হয়ে গেছে, তাহলে সে অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়া হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত দেশে ব্যাংকের সঙ্গে সঙ্গে পোস্ট অফিসের সেভিংস একাউন্ট এ টাকা রাখেন দেশের বহু মানুষ। ব্যাংকের মতোই বর্তমানে এটিএম কার্ড, চেক বুক, ইন্টার ব্যাংকিং এর সুবিধা আছে পোস্ট অফিসে। বিশেষজ্ঞরা জানান, দেশের বহু মানুষ নির্ভর করে থাকেন পোস্ট অফিসের সেভিংস ব্যাংক এর উপরে। বিশেষ করে দেশের প্রান্তিক এলাকাগুলিতে যেখানে অপ্রতুলতা ব্যাংকের, সেখানে পোস্ট অফিস সেভিংস ব্যাংক বিশেষ ভাবে জনপ্রিয়।

প্রসঙ্গত, করোনা সংক্রমনের কারণে বহু মানুষের হাতে উপযুক্ত অর্থ নেই, সংসার চালাতে হিমশিম খাচ্ছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে পোস্ট অফিসের একাউন্ট ব্যালেন্সে ন্যূনতম ৫০০ রাখা বাধ্যতামূলক করায় মনোক্ষুন্ন অনেকে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের কারণে দেশের প্রান্তিক, মধ্যবিত্ত মানুষ বিপাকে পড়তে চলেছেন বলে, ধারণা ওয়াকিবহাল মহলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!