এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ভোট পরবর্তী হিংসার তদন্তের শুরুতেই তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নিলো সিবিআই

ভোট পরবর্তী হিংসার তদন্তের শুরুতেই তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নিলো সিবিআই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হাইকোর্টের নির্দেশে ভোট-পরবর্তী হিংসার তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে সিবিআইকে। খুন, ধর্ষণের মতো গুরুতর ঘটনাগুলির তদন্ত করবে সিবিআই। একজন জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল তৈরি করেছে সিবিআই। এই ধরনের চারটি দল তৈরি হয়েছে। প্রত্যেক দলে ২১ জন অফিসার রয়েছেন। একজন করে রয়েছেন জয়েন্ট ডিরেক্টর, ডিআইজি ও ৪ জন এসপি। আজ নিজাম প্যালেসে এই চারজন জয়েন্ট ডিরেক্টদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেখানে এক তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজকের এই বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, অস্বাভাবিক মৃত্যুর মামলা যেখানে রয়েছে সেখানে বিশেষভাবে নজর দেয়া হবে। অস্বাভাবিক মৃত্যুর ঘটনার ক্ষেত্রে সমস্ত অভিযোগ খতিয়ে দেখবে সিবিআই। কাদের বিরুদ্ধে? কোন থানাতে এফআইআর করা হবে? এই সমস্ত বিষয়ে নজর রাখবে সিবিআই। এদিকে অভিযোগ উঠেছিল, অস্বাভাবিক মৃত্যুর ঘটনার ক্ষেত্রে অনেক স্থানে পুলিশ অভিযোগ গ্রহণ করেনি বা অভিযোগ গ্রহণ করলেও মামলা রুজু করা হয়নি। এবার এই বিষয় বিশেষভাবে নজর দিতে চায় সিবিআই।

এদিকে রাজ্য পুলিশের কাছ থেকে যে সমস্ত নথি পেয়েছে সিবিআই, তা দিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু হতে চলেছে। অস্বাভাবিক মৃত্যুর ঘটনার ক্ষেত্রে সিবিইয়ের কাছে সরাসরি অভিযোগ জানাবার ব্যবস্থা থাকবে। অর্থাৎ, ভোট পরবর্তী হিংসার তদন্তের শুরুতেই তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নিয়েছে সিবিআই। আবার, আগামীকালের মধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ সিবিআই অফিসার কলকাতার অফিসে এসে রিপোর্ট করতে চলেছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!