এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ভোট পরবর্তী হিংসার তদন্তে সিটের ভূমিকা নিয়ে উঠছে অভিযোগ, আবার আদালতে যাবার সিদ্ধান্ত মামলাকারীদের

ভোট পরবর্তী হিংসার তদন্তে সিটের ভূমিকা নিয়ে উঠছে অভিযোগ, আবার আদালতে যাবার সিদ্ধান্ত মামলাকারীদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোট-পরবর্তী হিংসা তদন্তের দায়িত্ব সিবিআই ও সিটকে দিয়েছে কলকাতা হাইকোর্ট। খুন, ধর্ষণের মতো ঘটনার তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে সিবিআইকে। অন্যদিকে, বাড়িঘর ভাঙচুর, লুটপাট, মারধরের ঘটনাগুলির তদন্তর দায়িত্ব দেওয়া হয়েছে সিটকে। আদালতের নির্দেশ পাওয়ার পরই তদন্ত শুরু করে দিয়েছে সিবিআই। তবে, সিটের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। তাই আবার আদালতে যাবার সিদ্ধান্ত নিয়েছেন বেশকিছু মামলাকারী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অভিযোগ উঠেছে, আদালতের নির্দেশ পাওয়ার পরও সিট্ গঠন নিয়ে এখনো পর্যন্ত কোন বিজ্ঞপ্তি দেয়া হয়নি। যে কারণে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত কোন কোন বিচারপতিকে নিয়ে সিট্ গঠন করা হবে? তা চূড়ান্ত করা যায়নি। এ কারণেই সিট্ গঠন নিয়ে তৈরি হয়েছে নানা সমস্যা। তাই আগামী ছ সপ্তাহের মধ্যে কিভাবে রিপোর্ট দাখিল করবে সিট্? তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। আদালত অবমাননার অভিযোগ কেন করা হয় নি? এই প্রশ্ন তুলে আবার আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত করেছেন বেশ কিছু মামলাকারী। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে আবেদন জানাতে পারেন তাঁরা।

সম্প্রতি রাজ্যে জোরদার তদন্ত শুরু করেছে সিবিআই। করা হয়েছে একের পর এক এফআইআর। দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত হয়নি সিট্ গঠন। তাই সিট্ এর ভূমিকা নিয়ে একের পর এক প্রশ্ন উঠেছে। সিট্ গঠনেই যদি এতটা বিলম্ব হয়, তবে এর তদন্তের কাজ কিভাবে এগোবে? তা নিয়ে প্রশ্ন করেছেন অনেকেই। এই বিষয় নিয়ে আদালতের দ্বারস্থ হয়ে আবার মামলা করার সম্ভাবনা রয়েছে বলে, মনে করছেন অনেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!