এখন পড়ছেন
হোম > জাতীয় > পোস্ট ওয়েডিং ফটোশুট করে বিতর্কে দম্পতি, জেনে নিন কারণ

পোস্ট ওয়েডিং ফটোশুট করে বিতর্কে দম্পতি, জেনে নিন কারণ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা পরিস্থিতি মানুষের কাছ থেকে কেড়ে নিয়েছে ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করার, তার কাছে যাওয়ার সুযোগটুকু। গৃহবন্দি অবস্থায় বর্তমানে অনলাইন মাধ্যমেই তাই দূর থেকে তাদেরকে দেখাই একমাত্র উপায়। তবে সম্প্রতি লকডাউন খানিকটা শিথিল হওয়ায় সেক্ষেত্রে কিছু সুবিধা হয়েছে মানুষের।

সেইসঙ্গে যে সমস্ত মানুষেরা এতদিন করোনার কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেননি, তাদের অনেক ক্ষেত্রেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে দেখা গেছে। তবে সরকার প্রশাসনের নির্দেশের কথা মাথায় রেখেই হাতেগোনা কয়েকজন সদস্য ছাড়া সেক্ষেত্রে কাউকেই আনন্দে শামিল করা যায়নি বলেই জানা গেছে বেশিরভাগ মানুষের কাছ থেকে।

তবে বর্তমানের বিবাহের আগে এবং পরে সামাজিক এবং আনুষ্ঠানিক রীতি পালন করা ছাড়াও অনেক মানুষই অনেক রকম অনুষ্ঠান কার্যক্রম করে থাকেন। তার মধ্যে থেকে প্রি ওয়েডিং ফটোশুট, পোস্টিং ফটোশুটের মত অনেক অনুষ্ঠানই হয়ে থাকে। বস্তুত, এগুলি বিবাহ পূর্ববর্তী এবং পরবর্তী আনন্দের মুহূর্তগুলিকে ধরে রাখার একটি প্রচেষ্টা মাত্র বলেই মনে করা হয়।

এমন পরিস্থিতিতে সম্প্রতি পোস্ট ওয়েডিং ফটোশুট করতে গিয়ে বিতর্কে জড়াতে দেখা গেছে এক দম্পতিকে। ঋষি কার্তিকেয়ন এবং লক্ষ্মী নামের ওই সদ্য বিবাহিত দম্পতি তাঁদের ফটোগ্রাফার বন্ধুবান্ধবদের সঙ্গে তাই এই কাজের জন্য যোগাযোগ করেছিলেন বলে জানা যায়। আর সেক্ষেত্রে কেরলের ইদুক্কি চা বাগানকেই তারা এই কাজের জন্য বেছে নেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সেখানে ফটোশুট করার পর সেই ছবিগুলিকে ওই ফটোগ্রাফার বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বলে জানা যায়। আর সেই ছবি নিয়েই ঘটে বিপত্তি। জানা গেছে, ওই ছবিতে দেখা গিয়েছে, দু’জনে দু’টি সাদা রঙের বিছানার চাদর জড়িয়ে রয়েছেন। ওই অবস্থায় কখনও তাঁরা চা বাগানে দৌড়ে পোজ দিয়েছেন, কোনোটায় খুনসুটির করেছেন, আবার কোনওটায় যেন কাছে পাওয়ার তীব্র বাসনা ফুটে উঠেছে।

এই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই তা নিমেষে ভাইরাল হয়ে যায়। যা নেটিজেনদের আলোচনার বিষয় হয়ে ওঠে। সেখানে অনেককেই তাদের তীব্র সমালোচনা করতে দেখা যায়। সেখানে চাদরের তলায় আদৌ কোনও পোশাক রয়েছে কিনা সেই প্রশ্নও তাঁদেরকে করা হয়। আবার অনেকের কাছে সেটা ভারতীয় সংস্কৃতির কাছে ‘অশালীন’ বলেও মনে হয়েছে।

তবে নেটিজেনদের একাংশকে অবশ্য তাদের সমর্থনও করতে দেখা গেছে। অনেকের মতে, প্রাপ্তবয়স্ক তরুণ-তরুণী যা ভাল বোঝেন, তারা তা করতেই পারেন বলে মনে করেছেন তাঁরা। বস্তুত মানুষের সেই স্বাধীনতা আছে বলেই জানান তাঁরা। অনেকের মুখে এভাবেই ভালবাসার জয় হোক বলতেও শোনা যায়। তবে আলোচনা হলেও ওই ফটোগুলি সোশ্যাল মিডিয়া থেকে কিছুতেই সরিয়ে দেবেন না বলেই সিদ্ধান্ত নিয়েছেন ওই দম্পতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!