এখন পড়ছেন
হোম > রাজ্য > পোস্টাল ব্যালটে কারচুপির দিন শেষ? বিধানসভা ঘিরে নজিরবিহীন পদক্ষেপের পথে নির্বাচন কমিশন?

পোস্টাল ব্যালটে কারচুপির দিন শেষ? বিধানসভা ঘিরে নজিরবিহীন পদক্ষেপের পথে নির্বাচন কমিশন?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –প্রতিটি নির্বাচনেই পোস্টাল ব্যালট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি কর্মচারী বা সার্ভিস ভোটাররা কোনদিকে রয়েছেন, তা এই পোস্টাল ব্যালটের মধ্যে দিয়েই উঠে আসে। তবে নানা সময়ে এই পোস্টাল ব্যালট সঠিক সময় হাতে পাওয়া নিয়ে বিস্তর অভিযোগ ওঠে। আর এই পরিস্থিতিতে এবার সেই পোস্টাল ব্যালট নিয়ে সমস্ত রকমের অভিযোগ মেটানোর জন্য পদক্ষেপ গ্রহণ করল নির্বাচন কমিশন।

জানা গেছে, পশ্চিমবঙ্গের 2021 এর বিধানসভা নির্বাচন থেকেই এই ব্যাপারে নতুন ব্যবস্থা চালু করা হবে। যেখানে স্পিড পোস্টের মাধ্যমে সঠিক সময়ে সার্ভিস ভোটাররা তাদের পোস্টাল ব্যালট পেয়ে যাবেন। আর ভোট দেওয়ার পর স্পিড পোস্টের মাধ্যমে তা দ্রুত পৌঁছে যাবে রিটার্নিং অফিসারের কাছে। অর্থাৎ এতদিন পোস্টাল ব্যালট নিয়ে যে অভিযোগ উঠত, এবার তা যাতে না হয়, তার জন্যই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে থেকে এই নতুন পদক্ষেপ গ্রহণ করতে চলেছে নির্বাচন কমিশন।

প্রসঙ্গত উল্লেখ্য, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের 24 ঘন্টার মধ্যে এই ব্যালট পেপার ছেপে একদিনের মধ্যে তা সার্ভিস ভোটারের কাছে পাঠিয়ে দিতে হয়। এদিকে ব্যালট পেপার হাতে পাওয়ার পর সার্ভিস ভোটাররা তাদের পছন্দের প্রার্থীর নামের পাশে টিক বা ক্রস চিহ্ন দিয়ে তা বন্ধ খামে রিটার্নিং অফিসারের কাছে ফেরত পাঠান। মূলত ভোট গণনার নির্ধারিত আগের দিন তা রিটার্নিং অফিসারের কাছে পাঠানোই নিয়মের মধ্যে পড়ে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ ওঠে যে, সঠিক সময়ে সেই পোস্টাল ব্যালট না আসায় তা কাউন্ট করা সম্ভব হয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিকভাবেই এক্ষেত্রে যথেষ্ট খামতির অভিযোগ উঠতে দেখা যায়। কিন্তু এবার সেই সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছে নির্বাচন কমিশন। স্বাভাবিক ভাবেই কমিশনের এই উদ্যোগে খুশি সকল রাজনৈতিক দল থেকে শুরু করে সার্ভিস ভোটাররা। কেননা অতীতে তারা তাদের ভোট দান করলেও, তা সঠিক সময় না পৌঁছোনোর কারণে তা গণ্য হয় না। কিন্তু এবার প্রযুক্তির মাধ্যমে যদি তা নির্বাচন কমিশনের পক্ষ থেকে সঠিক সময়ে পৌঁছে দেওয়া যায়, তাতে গোটা প্রক্রিয়াকে সাধুবাদ জানাচ্ছেন সকলে।

জানা গেছে, স্পিড পোস্টের মাধ্যমে ভোটার এবং রিটার্নিং অফিসারের কাছে পোস্টাল ব্যালট পৌঁছে যাবে। শুধু তাই নয়, রিটার্নিং অফিসারের কাছে পোস্টাল ব্যালট পৌঁছে গেলে তা ট্র্যাক করার ব্যবস্থা থাকবে। আর গোটা বিষয়টির দায়িত্বে থাকবে ডাক বিভাগ। এদিন এই প্রসঙ্গে নির্বাচন কমিশনের এক কর্তা বলেন, “কোনো ভোটার যাতে ভোটদানে বিরত না থাকেন, সেটাই কমিশনের লক্ষ্য। বিশেষত যারা ভোটের কাজে যুক্ত, তারাই যদি ভোটদানে ব্যর্থ হন, তাহলে এই লক্ষ্য ব্যর্থ হয়। সেজন্যই এমন ব্যবস্থা।” সব মিলিয়ে সার্ভিস ভোটারদের পোস্টাল ব্যালট যাতে দ্রুত সময়ে পৌঁছে যায়, তার জন্য এবার নয়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!