এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দুর সমর্থনে পোস্টার এবার সিঙ্গুরেও! মমতার ঘুম কি ক্রমশ উড়ছে?

নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দুর সমর্থনে পোস্টার এবার সিঙ্গুরেও! মমতার ঘুম কি ক্রমশ উড়ছে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের তৃণমূল সরকার ক্ষমতায় আসার পেছনে যে দুইটি জায়গার ভূমিকা অনস্বীকার্য, তার মধ্যে অন্যতম সিঙ্গুর এবং নন্দীগ্রাম। কিন্তু এককালে বামেদের সরিয়ে তৃণমূলকে ক্ষমতায় আনার পেছনে এই দুই জায়গায় ভূমিকা গুরুত্বপূর্ণ থাকলেও, এখন সেই দুই জায়গায় তৃণমূলের হেভিওয়েট নেতাদের ভূমিকা নিয়ে ব্যাপক জল্পনা সৃষ্টি হয়েছে।

ইতিমধ্যেই নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা তথা রাজ্যের জননেতা হিসেবে পরিচিত শুভেন্দু অধিকারীর ভূমিকা নিয়ে চিন্তা বাড়ছে তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে। বিভিন্ন জায়গায় শুভেন্দুবাবুর পোস্টার পড়তে দেখা যাচ্ছে। যে পোস্টারে তার ছবি দিয়ে নীচে লিখে দেওয়া হচ্ছে আমরা দাদার অনুগামী।

তবে পূর্ব মেদিনীপুরের বাইরে রাজ্যের বিভিন্ন জেলায় শুভেন্দু অধিকারীকে নিয়ে এই পোস্টার পড়তে দেখা গেলেও, এতদিন পরিবর্তনের আরেক আঁতুড়ঘর সিঙ্গুরে সেরকম কোনো পোস্টার পড়তে দেখা যায়নি। কিন্তু এবার সেখানেও শুভেন্দু অধিকারীকে নিয়ে পড়ে গেল পোস্টার। একাংশ বলছেন, এই সিঙ্গুরে তৃণমূলের প্রবীণ বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য্য বর্তমানে দলের বিরুদ্ধে সরব হতে শুরু করেছেন।

তার অনুগামী এক ব্লক সভাপতিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ায় তিনি অনেকটাই ক্ষুব্ধ। ভবিষ্যতে তিনি দল ছেড়ে দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে পারেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। আর এই পরিস্থিতিতে নন্দীগ্রামে যখন শুভেন্দু অধিকারীকে নিয়ে গোটা রাজ্যে জল্পনা ছড়িয়েছে, ঠিক তখনই সেই শুভেন্দুবাবুকে নিয়ে পোস্টার পড়ে গেল সিঙ্গুরে। বিশেষজ্ঞরা বলছেন, শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা রাজ্যে খুব একটা কম নেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি যদি দলবদল করেন, তাহলে তৃণমূলের অনেক বিধায়ক তার সাথে দলত্যাগে করতে পারেন। আর পরিবর্তনের এক আঁতুড়ঘরে বিদ্রোহ শুরু হতেই আরেক আঁতুড়ঘর সিঙ্গুরে এই রকম পোস্টারের পেছনে অন্য সংকেত দেখতে পাচ্ছে রাজনৈতিক মহল। অনেকেই বলছেন, রবীন্দ্রনাথ ভট্টাচার্য সাম্প্রতিককালে দলের বিরুদ্ধে সরব হয়েছেন। স্বাভাবিক ভাবেই তিনি কি শুভেন্দু অধিকারীর এই পোস্টার দেওয়ার পিছনে নতুন কোনো কৌশল স্থাপন করেছেন!

তার অনুগামীরাই কি এই পোস্টার দিয়েছে? এখন তা নিয়ে চর্চা শুরু করেছে সমালোচকদের একাংশ। যদিও বা কারা এই পোস্টার দিয়েছ, তার বিন্দু-বিসর্গ তিনি জানেন না বলে জানিয়ে দিয়েছেন সিঙ্গুরের তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। কোন দিকেই ব্যাপারে স্থানীয় তৃণমূল সভাপতি গোবিন্দ ধারা বলেন, “কারা পোস্টার দিয়েছে, তা তো জানি না। এসব বিরোধীদের কাজ। আমাদের মধ্যে বিভেদের জন্য এইসব করছে।”

যদিও বা এই প্রসঙ্গে বিজেপির আহ্বায়ক সঞ্জীব কবিরাজ বলেন, “দাদার অনুগামী নিশ্চয়ই আছে, তাই ব্যানার পড়েছে। দাদার অনুগামী যারা দুর্নীতি থেকে বেরিয়ে আসতে চাইছে, তারাই এটা দিয়েছে।” অর্থাৎ শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা মাঝেই যেভাবে পরিবর্তনের আরেক আঁতুড়ঘর সিঙ্গুরে সেই শুভেন্দু অধিকারীর সমর্থনে পোস্টার পড়তে দেখা গেল, তাতে নতুন করে জল্পনা তৈরি হয়েছে শাসকদলের অন্দরমহলে।

বিশেষজ্ঞরা বলছেন, এককালে এই দুই জায়গা মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতার কাছাকাছি নিয়ে গিয়েছিল। কিন্তু এখন 2021 এর বিধানসভা নির্বাচনের আগে সেই সিঙ্গুর এবং নন্দীগ্রামকে আরও একটি পরিবর্তনের পথ দেখানোর জন্য প্রস্তুত হল। একের পর এক পোস্টার এবং তৃণমূল কংগ্রেসের অস্বস্তি বৃদ্ধি পাওয়া অন্তত সেই প্রশ্নের দিকেই ইঙ্গিত করছে বলে বিশেষজ্ঞদের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!