এখন পড়ছেন
হোম > রাজনীতি > পথের কাঁটা করোনা, রোড শো-মিছিল বন্ধের সিদ্ধান্ত কমিশনের!

পথের কাঁটা করোনা, রোড শো-মিছিল বন্ধের সিদ্ধান্ত কমিশনের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  ভয়াবহ আকার ধারণ করেছে করোনা ভাইরাস। ইতিমধ্যে করোনা ভাইরাসের কারণে প্রচারের সময় অনেকটাই কমিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। তবে দিনকে দিন যেহেতু সেই ভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করেছে, তাই এবার নজিরবিহীন সিদ্ধান্ত নিতে বাধ্য হল নির্বাচন কমিশন। জানা গেছে, ষষ্ঠ দফার নির্বাচনের দিন কমিশনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী সপ্তাহে প্রথম দফার নির্বাচনের জন্য আর কোনোরকম রোড শো এবং মিছিল করা যাবে না। এক্ষেত্রে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে এই নিয়ম লাগু করেছে নির্বাচন কমিশন। স্বাভাবিক ভাবেই সপ্তম এবং অষ্টম দফার নির্বাচনী প্রচারের জন্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো এবং মিছিলের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত গ্রহণ করেছিল, তারা অনেকটাই চাপের মুখে পড়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রে খবর, বৃহস্পতিবার কমিশনের পক্ষ থেকে এই ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে জানিয়ে দেওয়া হয়েছে, রোড শো, মিছিল এবং কোনোরকম সভা করা যাবে না। এক্ষেত্রে ইতিমধ্যেই যে সমস্ত রোড শো এবং মিছিলের অনুমোদন পাওয়া গিয়েছিল, সেই সমস্ত কিছু বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন।

শুধু তাই নয়, শর্তসাপেক্ষে দূরত্ব মেনে সর্বোচ্চ 500 জনকে নিয়ে সভা করার ক্ষেত্রে ছাড় দিয়েছে কমিশন। তবে শুক্রবার সপ্তম দফার নির্বাচনের ক্ষেত্রে প্রচারে শেষ দিন ধার্য ছিল। সেক্ষেত্রে শেষ মুহূর্তের প্রচারে বেশ কিছু রাজনৈতিক দল বিভিন্ন বিধানসভা কেন্দ্রে চমক হিসেবে মিছিলের আয়োজন করেছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে কমিশনের সিদ্ধান্তের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সেই কর্মসূচিতে কোপ পড়ে গেল বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকরা বলছেন, হাইকোর্টের পক্ষ থেকে ইতিমধ্যেই করোনা ভাইরাস যখন বাড়ছে, তখন কমিশনের পক্ষ থেকে কেন প্রচারের ক্ষেত্রে কড়া সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আদালতের পক্ষ থেকে এই ব্যাপারে ভর্ৎসনা করা হয়েছে নির্বাচন কমিশনকে। স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে বেড়েছে কমিশনের।

তাই ষষ্ঠ দফার নির্বাচনের দিন সপ্তম এবং অষ্টম দফায় প্রচার যাতে বেগতিক আকার ধারণ না করে এবং তার জন্য যাতে করোনা ভাইরাস ভয়াবহ না হয়, তার কারণে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল নির্বাচন কমিশন। সব মিলিয়ে দুই দফার নির্বাচনের আগে রোড শো এবং মিছিল বন্ধ করার জন্য কমিশনের এই সিদ্ধান্তকে কার্যত নজিরবিহীন হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!