এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > পৌর নির্বাচনে অধীর গড়ে চরম বিপাকে বিজেপি, জেনে নিন কারণ!

পৌর নির্বাচনে অধীর গড়ে চরম বিপাকে বিজেপি, জেনে নিন কারণ!

প্রায় প্রতিটি রাজনৈতিক দলই 2021 এর বিধানসভা নির্বাচনের আগে পৌরসভা নির্বাচনের ভালো ফল করতে মরিয়া হয়ে উঠেছে। তৃণমূল কংগ্রেস যেমন চাইছে, পৌরসভা নির্বাচনে ভালো ফল করে বিরোধীদের টেক্কা দিতে, ঠিক তেমনই ভারতীয় জনতা পার্টির মত বিরোধী রাজনৈতিক দলগুলো চাইছে, তৃণমূল কংগ্রেসকে বেগ দিতে। কিন্তু শাসক থেকে বিরোধী, প্রত্যেকেরই কাছে এখন চিন্তার কারণ, বিভিন্ন ওয়ার্ডে প্রার্থী ঠিক করা। কেননা ইতিমধ্যেই প্রায় প্রতিটি রাজনৈতিক দলের কাছেই প্রার্থী হতে চেয়ে নানা আবেদনপত্র জমা পড়তে শুরু করেছে।

যার ফলে কাকে প্রার্থী করা যাবে, তা নিয়ে চিন্তায় রয়েছে সমস্ত রাজনৈতিক দল। কারণ একটি ওয়ার্ড থেকে একজনই প্রার্থী হবে। সেদিক থেকে অন্যান্য ব্যক্তিরা যদি প্রার্থী হতে না পারেন, তাহলে তারা সেই দলের বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াতে পারেন। আর তাতে সেই নির্দিষ্ট রাজনৈতিক দলটির ক্ষতি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যার ফলে এখন বুঝে শুনেই পা ফেলতে চাইছে সমস্ত রাজনৈতিক দল। জানা গেছে, মুর্শিদাবাদ জেলার বহরমপুর, বেলডাঙা, কান্দি জিয়াগঞ্জ প্রায় সমস্ত পৌরসভায় প্রার্থী হতে চেয়ে কমবয়সী তরুণ-তরুণী থেকে শুরু করে মাঝ বয়সী মহিলাদের বায়োডাটা বিভিন্ন রাজনৈতিক দলের অফিসে জমা পড়তে শুরু করেছে।

সূত্রের খবর, বেলডাঙা পৌরসভার 14 টি ওয়ার্ডের জন্য প্রার্থী হতে চেয়ে একাধিক নাম বিজেপির নগর মন্ডলীর কাছে জমা পড়েছে। যার ফলে এখন প্রবল চিন্তা তৈরি হয়েছে বিজেপি নেতৃত্বদের মধ্যে। জানা গেছে, বেলডাঙা পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের জন্য তিনটি, চার নম্বরের জন্য তিনটি, পাঁচ নম্বরের জন্য তিনটি, 8 নম্বরের জন্য দুটি এবং 13 নম্বরের জন্য তিনটি নাম জমা পড়েছে বিজেপির কাছে। এদিন এই প্রসঙ্গে বেলডাঙ্গা শহর বিজেপির সভাপতি তপন দত্ত বলেন, “প্রার্থী হওয়ার জন্য একাধিক নাম জমা পড়েছে। শহর বিজেপি সেই নামের মধ্যে প্রতিটি ওয়ার্ডে একজন করে নাম চূড়ান্ত করে জেলার ইলেকশন কমিটির কাছে পাঠাবে। সেখান থেকে অনুমোদনের পর চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে শুধু বেলডাঙ্গাতেই নয়, মুর্শিদাবাদ পৌরসভার 16 টি ওয়ার্ডের প্রার্থী হওয়ার জন্য বিজেপির কাছে মোট 80 টি বায়োডাটা জমা পড়েছে বলে জানা গেছে। যার মধ্যে 30 জন মহিলা এবং 50 জন পুরুষ। এদিন এই প্রসঙ্গে মুর্শিদাবাদ টাউন বিজেপি সভাপতি সৌমেন মন্ডল বলেন, “দলের প্রার্থী হতে প্রচুর আবেদন জমা পড়েছে। রাজ্য থেকে নেতারা এসে মুর্শিদাবাদ পৌরসভার সার্ভে করে গিয়েছেন। দলের শীর্ষ নেতারাই প্রার্থী ঠিক করবেন।” একইভাবে জিয়াগঞ্জ পৌরসভাতেও একাধিক ব্যক্তি প্রার্থী হতে চাওয়ায় বিড়ম্বনা তৈরি হয়েছে বিজেপির অন্দরে। তবে এই ব্যাপারে খারাপ কিছু দেখছেন না জিয়াগঞ্জ টাউন বিজেপির সভাপতি প্রতাপ হালদার।

এদিন তিনি বলেন, “আমরা লোকসভা ভোটে যা ফল করেছি, তাতে অনেকেই যে প্রার্থী হতে চাইবেন, এটাই স্বাভাবিক।” কিন্তু এত ব্যক্তি প্রার্থী হতে চাওয়ায় শেষ পর্যন্ত যদি সবাইকে প্রার্থী করা না যায়, তাহলে তো দলের অন্দরে তৈরি হবে সমস্যা। সেদিক থেকে যেভাবে বিজেপিতে এখন থেকেই যেভাবে গোষ্ঠীকোন্দল শুরু হয়েছে, তাতে পৌরসভা নির্বাচনের মুখে যদি সেই গোষ্ঠীকোন্দল বৃদ্ধি পায়, তাহলে বিজেপির ভালো ফলাফল করা স্বপ্নই থেকে যাবে বলে মত একাংশের। এখন শেষ পর্যন্ত শৃঙ্খলাপরায়ণ দল হিসেবে পরিচিত ভারতীয় জনতা পার্টি প্রার্থী ঠিক করার ব্যাপারে কতটা সুশৃংখলতার পরিচয় দিতে পারে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!