এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পৌর নির্বাচনের আগেই কমিশনের কাছে বড় দাবি বিজেপির, সিদ্ধান্ত নিয়ে তৈরি জল্পনা!

পৌর নির্বাচনের আগেই কমিশনের কাছে বড় দাবি বিজেপির, সিদ্ধান্ত নিয়ে তৈরি জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী 19 তারিখে কলকাতা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে প্রথম থেকেই রাজ্যের যে পৌরসভারই নির্বাচন হোক না কেন, তা যাতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে অনুষ্ঠিত হয়, তার জন্য দাবি জানাতে শুরু করেছিল ভারতীয় জনতা পার্টি। তবে সেই ভাবে তাদের দাবি পূরণ করার ব্যাপারে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। এখনও পর্যন্ত পুলিশ দিয়ে নিরাপত্তা ব্যবস্থা বেষ্টিত হবে, নাকি কেন্দ্রীয় বাহিনী থাকবে, সেই ব্যাপারটি নিশ্চিত হয়নি। আর এই পরিস্থিতিতে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে কেন্দ্রীয় বাহিনীর ব্যাপারে দাবি জানালো ভারতীয় জনতা পার্টি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন রাজ্য নির্বাচন কমিশনের কাছে উপস্থিত হয় বিজেপির তিন সদস্যের প্রতিনিধিদল। আর সেখানেই এই ব্যাপারে দাবি জানায় গেরুয়া শিবির। কমিশনের কাছে তারা তুলে ধরে যে, কোনোভাবেই রাজ্য পুলিশের ওপর ভরসা রাখা যাবে না। তাই পৌর নির্বাচনে যেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। স্বাভাবিকভাবেই বিজেপি শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর ওপর ভরসা রাখায় কমিশন কি সিদ্ধান্ত গ্রহণ করে, তা অবশ্যই লক্ষণীয় বিষয়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!