এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > পুরসভা নির্বাচনে আসবে কি বিজেপির সাফল্য? কি বললেন হেভিওয়েট বিজেপি বিধায়ক?

পুরসভা নির্বাচনে আসবে কি বিজেপির সাফল্য? কি বললেন হেভিওয়েট বিজেপি বিধায়ক?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  প্রথমে বিধানসভা নির্বাচন, তারপর উপনির্বাচন এবং সদ্য সমাপ্ত কলকাতা পুরসভা নির্বাচনে বিজেপির হার হলেও আগামী মাসে রাজ্যের যে চারটি পুর নিগমের নির্বাচন হতে চলেছে, তা নিয়ে বিজেপি কোমর বেঁধে আসরে নামছে। আরও একবার বিজেপি লড়াইয়ের ময়দানে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূলকে। আর ঠিক এরকমই বার্তা দিলেন বারাসাতের নবনিযুক্ত বিজেপি সভাপতি তথা ময়নার বিধায়ক অশোক দিন্দা। কার্যত এদিন অশোক দিন্দা দাবি করেন, বিধানসভা নির্বাচনে তাঁর মতন যদি শক্তভাবে মোকাবিলা করা যেত শাসকদলের, তাহলে বিজেপি অন্তত আরো 60 টি আসন বেশি পেত।

প্রসঙ্গত সম্প্রতি অশোকনগর কচুয়া মোড় সংলগ্ন জয়জয়ন্তী প্রেক্ষাগৃহে বিজেপির দলীয় অনুষ্ঠানে উপস্থিত হন ময়নার বিজেপি বিধায়ক। আর সেখান থেকেই তিনি কড়া বার্তা দেন রাজ্যের শাসক দল তৃণমূলকে। প্রসঙ্গত, হাবরা পুরভোটে কিভাবে বিজেপি লড়াইয়ে নামবে তারই ব্লুপ্রিন্ট ছকতে আলোচনায় বসে ছিলেন বারাসাতের বিজেপি সভাপতি। এদিন বৈঠক শেষে অশোক দিন্দা অভিযোগ করেন, তৃণমূলের পক্ষ থেকে কোনোভাবেই বিজেপিকে কোথাও সভা করতে দেওয়া হচ্ছেনা। পুলিশ প্রশাসন ও দলের হয়ে কাজ করছে। অশোক দিন্দা আরও বলেন, তৃণমূল বিজেপিকে আসলে ভয় পেয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে বেশকিছু বিধায়কের হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করা নিয়ে অশোক দিন্দা এদিন জানান, বেশ কয়েকজন নিজের স্বার্থেই চলে গেছেন আবার অনেকেই যোগও হচ্ছেন। সেটা মিডিয়াতে প্রচার হচ্ছেনা। পাশাপাশি আগামী পুরভোটে বিজেপি জিতবে কিনা, তার প্রশ্নের উত্তরের অশোক দিন্দা জানান, যদি কলকাতা পুরসভার মতন ভোট না হয়, তাহলে ফলাফল ভালো হবে। সব মিলিয়ে এদিন ময়নার বিধায়কের মাধ্যমে বিজেপি যে কড়া বার্তা দিল সে ব্যাপারে একমত রাজনৈতিক মহলের অনেকেই। আপাতত সামনে পুরভোট। তবে তৃণমূল যে বসে থাকবেনা সে ব্যাপারেও একমত রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাই এবারের লড়াই কিভাবে সেয়ানে সেয়ানে হয় সেটাই এখন দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!