এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > পৌরভোটে অডিওকাণ্ডে কারা জড়িত? সাতসকালে বিস্ফোরক দিলীপ!

পৌরভোটে অডিওকাণ্ডে কারা জড়িত? সাতসকালে বিস্ফোরক দিলীপ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রবিবারই তৃণমূলের পক্ষ থেকে একটি ভিডিও ভাইরাল করা হয়। যেখানে দেখা যায় যে, প্রীতম বিজেপি রক্তিম বলে এক ব্যক্তি আর এক ব্যক্তিকে পৌরভোটে টিকিট পাইয়ে দেওয়ার কথা বলছেন। সেখানে একটি টিকিট পাইয়ে দিতে এক লক্ষ টাকা দেওয়ার কথা বলছেন। এমনকি সেই ঘটনায় শুনতে পাওয়া যাচ্ছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নাম। আর তারপর থেকেই গোটা ঘটনায় আলোড়ন পড়ে যায় রাজ্য রাজনীতিতে। তাহলে কি বিজেপি পৌরভোটে টিকিট দিতে টাকার খেলা শুরু করে দিয়েছে, তা নিয়ে নানা মহলে তৈরি হয় প্রশ্ন। আর এই পরিস্থিতিতে এবার গোটা বিষয়ে বিবৃতি দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

সূত্রের খবর, আজ সকালে প্রাতঃভ্রমণ করতে যান দিলীপ ঘোষ। আর সেখানেই পৌরভোটে টিকিট দেওয়া নিয়ে এক লক্ষ টাকা চাওয়া হয়েছে বলে যে অডিও ক্লিপ ফাঁস হয়েছে, সেই ব্যাপারে প্রশ্ন করা হয় তাকে। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, “দলকে অনেকে ড্যামেজ করার চেষ্টা করছে। কিন্তু এভাবে দলের কোনো ক্ষতি করা যাবে না। যারা দলে কাজ করছে, তাদের মনোবল ভেঙে দিতেই এই সমস্ত কথা বলা হচ্ছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও বা ফাঁস হওয়া সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি প্রিয়বন্ধু বাংলা। বিশেষজ্ঞরা বলছেন, বিজেপির পক্ষ থেকে এই ঘটনাকে চক্রান্ত বলে দাবি করা হচ্ছে। কিন্তু তৃণমূল যে এই ঘটনাকে হাতিয়ার করে আগামী দিনে বিজেপির বিরুদ্ধে সরব হবে, তা বলার অপেক্ষা রাখে না। আর তার মাঝেই গোটা ঘটনাকে ফের চক্রান্ত বলে দাবি করলেন দিলীপ ঘোষ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!