এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পৌরসভার কার্যক্রমে হতবাক ! মমতার ছবি ঘিরে রাজনৈতিক চাপানউতোরে উত্তাল রাজ্য !

পৌরসভার কার্যক্রমে হতবাক ! মমতার ছবি ঘিরে রাজনৈতিক চাপানউতোরে উত্তাল রাজ্য !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  সম্প্রতি পৌরসভা ভোটে মেদিনীপুরে সবুজ ঝড়ে কুপোকাত হয়েছে বিরোধী শক্তি যার ফলে বোর্ড গঠন হয়েছে শাসক দলেরই । তবে এদিন মেদিনীপুর পৌরসভা এই কার্যক্রম প্রকাশ্য আসতেই উত্তাল গোটা রাজ্য রাজনীতি। যেখানে তৃণমূল শাসিত পৌরসভার বিরুদ্ধে অভিযোগ উঠেছে দেশের  মনীষীর  মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পাশাপাশি রাখা কে কেন্দ্র করে  ।

সূত্রের খবর জানা যাচ্ছে যে মেদিনীপুর পৌরসভায় একটি সভাকক্ষ রয়েছে যেখানে পৌরসভার যাবতীয় বৈঠক, সভা অনুষ্ঠিত হয়ে থাকে আর সেই সভা কেন্দ্রে রয়েছে আমাদের দেশের সম্মানীয় মনীষীদের কিছু ছবি । যেখানে ছবিতে দেখা যাচ্ছে একপাশে নেতাজি সুভাষচন্দ্র বসু, গান্ধীজী  আবার অন্যপাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং ক্ষুদিরাম বসুর ছবি রয়েছে । আর এই প্রাতঃস্মরণীয় মনীষীদের ছবির মধ্যে দেখাগেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি।  আর এই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর । যদিও জানা যাচ্ছে যে তড়িঘড়ি মনীষীদের ছবির মাঝখান থেকে সরিয়ে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর ছবি ।

 

   ** ( পৌরসভার সভাকক্ষের ছবি )

তবে পৌরসভার এই কার্যক্রমে উত্তাল রাজ্য রাজনীতি । এই প্রসঙ্গে তৃণমূলকে তোপ দেগে একহাত নিলেন   সিপিএম কাউন্সিলার সৃজিতা দে বক্সী,  তিনি বলেন ‘কোন যুক্তিতে পুরসভায় মনীষীদের ছবির মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখা হয়েছে? এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এভাবে মনীষীদের অপমান করা হচ্ছে। বর্তমান সরকার রাজ্যবাসীর শিক্ষা-সংস্কৃতি কোথায় নিয়ে যাচ্ছে। মানুষকে বলব, সজাগ হতে, প্রতিবাদ করতে।”

আবার অপরদিকে বিজেপির জেলা সহ-সভাপতি অরূপ দাস তীব্র কটাক্ষ করে বলেন ‘এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে বড় মনীষীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে মেদিনীপুর পুরসভা সর্বত্রই প্রধান মনীষী, মুখ্য মনীষী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার কৃষ্টি, সংস্কৃতি ধ্বংস করছে এই সরকার। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। রাজ্যজুড়ে নারী নির্যাতন, ধর্ষণ হচ্ছে। সেই দিকে সরকারের কোনও নজর নেই।’ সেইসাথে  কংগ্রেস কাউন্সিলর মহম্মদ সাইফুল এবিষয়ে বলেন, ‘তৃণমূলের আমলে এটা খুবিই স্বাভাবিক ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় প্রপাইটরশিপে দল চালাচ্ছেন। স্বাভাবিক ভাবেই তিনিই সবকিছুর মালিক। বাকি সবাই তাঁর কর্মচারী। কর্মচারীরা তাদের মালিককে কখনও দেবীর আসনে, কখনও মনীষীদের পাশে বসাচ্ছেন।’ সব মিলিয়ে আগামীতে গোটা পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর সকলের ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!