এখন পড়ছেন
হোম > রাজ্য > পৌরভোট নিয়ে বিজেপির আর্জি খারিজ , একি বললো আদালত!

পৌরভোট নিয়ে বিজেপির আর্জি খারিজ , একি বললো আদালত!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি রাজ্যের 108 টি পৌরসভার নির্বাচন রাজ্য পুলিশ দিয়ে করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে নির্বাচন কমিশন। তবে কমিশন এই সিদ্ধান্ত গ্রহণ করার পরেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল ভারতীয় জনতা পার্টি। যেখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করানোর ব্যাপারে আবেদন করেছিল তারা। তবে আজ সেই মামলার শুনানির দিন বিজেপি সেই আবেদনকে সম্পূর্ণরূপে খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আজ শীর্ষ আদালতের পক্ষ থেকে বিজেপির করা সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। যাকে কেন্দ্র করে বর্তমানে যথেষ্ট চাপে পড়ে গিয়েছে গেরুয়া শিবির। প্রসঙ্গত, আগামী 27 ফেব্রুয়ারি রাজ্যের 108 টি পৌরসভার নির্বাচন।। প্রথম থেকেই বিজেপি দাবি করেছিল, এই নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে করা হোক।

শেষ পর্যন্ত কমিশন রাজ্য পুলিশ দিয়ে নির্বাচন করানোর কথা বলার পরেই আদালতের দ্বারস্থ হয় ভারতীয় জনতা পার্টি। তবে শেষ পর্যন্ত তারা আদালতে ব্যাপক মুখ থুবড়ে পড়ল বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!