এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “পৌরভোটে বাধা দিলে সুদে-আসলে হিসাব হবে” তৃনমূলকে হুঁশিয়ারি শুভেন্দুর!

“পৌরভোটে বাধা দিলে সুদে-আসলে হিসাব হবে” তৃনমূলকে হুঁশিয়ারি শুভেন্দুর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ইতিমধ্যেই দরজায় কড়া নাড়ছে রাজ্যের চার পৌরনিগমের নির্বাচন। আর তারপরেই রাজ্যের 108 টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই পরিস্থিতিতে আসানসোলে প্রচারে গিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে সতর্ক করে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের বক্তব্যের মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিলেন, পুলিশের সাহায্য নিয়ে ভোট করলে আসানসোল লোকসভা উপনির্বাচনের তার হিসাব সুদে-আসলে নেওয়া হবে। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে।

সূত্রের খবর, এদিন আসানসোলে প্রচারে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তৃণমূলকে সতর্ক করে দেন তিনি। এদিন এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “তৃণমূলের লুম্পেন, যারা পুলিশের সাহায্য নিয়ে যারা পাকিস্তানের সমর্থন করে তাদের বলে বলিয়ান, তাদেরকে বলে যাচ্ছি, মানুষকে যদি ভোট দিতে আটকে দেওয়া হয়, কিছুদিন পরেই আসানসোলে যখন লোকসভার উপনির্বাচন হবে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের চটিচাটা পুলিশ বুথের ভেতরে ঢুকতে পারবে না। তৃণমূলের রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের নির্দেশে ভোট হবে না। ভোট হবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে। তখন আসানসোলের মানুষ সুদে আসলে সব কিছু বুঝে নেবেন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, শুভেন্দু অধিকারী এই কথা বলে বুঝিয়ে দিলেন যে, এখন পুলিশের সাহায্যে ভোট হলেও, লোকসভার উপনির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়েই হবে। তাই ভোটের সময় যদি তৃণমূল কোনো রকম বাধা দান করে, তাহলে তার বদলা লোকসভা উপনির্বাচনে নেওয়া হবে বলে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করলেন তিনি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!