এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “পৌরভোটে জোর-জুলুম হয়েছে” বিস্ফোরক স্বীকারোক্তি সৌগতর! ব্যাপক চাপে তৃণমূল!

“পৌরভোটে জোর-জুলুম হয়েছে” বিস্ফোরক স্বীকারোক্তি সৌগতর! ব্যাপক চাপে তৃণমূল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বারবার বিরোধীরা অভিযোগ করেছে, কলকাতা পৌরসভার ভোট সুষ্ঠুভাবে হয়নি। চোখের সামনে দেখা গিয়েছে, সন্ত্রাস হয়েছে। যদিও বা তৃণমূলের পক্ষ থেকে সেই অভিযোগকে মান্যতা দেওয়া হয়নি। তাদের পাল্টা যুক্তি, বিরোধীরা মিথ্যে অভিযোগ করছে। তবে যত সময় যাচ্ছে, ততই আসল বিষয়টি স্পষ্ট হতে শুরু করেছে। এবার ঘুরিয়ে বলেও কলকাতা পৌরসভার ভোটে দু’একটি জায়গায় জোর-জুলুম হয়েছে বলে স্বীকার করে নিলেন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায়। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে।

সূত্রের খবর, এদিন কলকাতা পৌরসভার ভোট নিয়ে বিরোধীদের অভিযোগকে কেন্দ্র করে সৌগত রায়কে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বর্ষীয়ান এই তৃণমূল সাংসদ বলেন, “অভিষেক বলে দিয়েছিল যে, কোথাও কোনো রকম সন্ত্রাস করা হবে না। তাহলে দল ব্যবস্থা নেবে। কিন্তু তারপরেও দু’একটি জায়গায় হয়েছে। কিন্তু জেতা নির্বাচনে জোর জুলুম করার কোনো প্রয়োজন ছিল না।” একাংশ বলছেন, সৌগত রায় যে ঘুরিয়ে বলেও স্বীকার করে নিলেন যে, পৌরভোটে সন্ত্রাস হয়েছে, তা এককথায় পরিষ্কার। এর ফলে বিরোধীরা বাড়তি মাইলেজ পেয়ে গেল।

এতদিন বিরোধীদের কথাকে অস্বীকার করতো রাজ্যের শাসক দল। কিন্তু তৃণমূল সাংসদের এই মন্তব্যে বিরোধীদের অভিযোগের সীলমোহর পড়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সৌগত রায়ের এই মন্তব্যে কতটা চাপে পড়ে ঘাসফুল শিবির, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!