এখন পড়ছেন
হোম > রাজনীতি > পৌরভোট নিয়ে কি রায় ? জেনে নিন কলকাতা হাইকোর্টের নির্দেশ!

পৌরভোট নিয়ে কি রায় ? জেনে নিন কলকাতা হাইকোর্টের নির্দেশ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যের চার পৌরনিগমের ভোট নিয়ে ব্যাপক টানাপোড়েন শুরু হয়েছে। করোনা পরিস্থিতিকে কেন্দ্র করে এই সময় ভোট হওয়া উচিত নয় বলে কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছে মামলা। আর সেই মামলার পরিপ্রেক্ষিতেই আজ শুনানির দিকে নজর ছিল সকলের। অনেকেই ভেবেছিলেন, এই শুনানি পর্বের মধ্য দিয়ে পরিষ্কার হয়ে যাবে যে, নির্বাচন হবে কি হবে না। কিন্তু সেই শুনানিতে রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার একে অপরের দিকে বল ঠেলার কারণে কার্যত স্থগিত হয়ে গেল রায়দান। যার জেরে আগামী দিনে এই ব্যাপারে কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়, কোন পথে এগোয় নির্বাচনের ভবিষ্যৎ, তা নিয়ে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। যেখানে বিচারপতি প্রশ্ন করেন যে, এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কার রয়েছে! আর সেই প্রশ্নের উত্তরে রাজ্যের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে, সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। যার জেরে জটিল পরিস্থিতি তৈরি হয়। পরবর্তীতে গোটা বিষয়ে রায়দান স্থগিত রাখার কথা জানিয়ে দেয় আদালত। স্বভাবতই এই নির্বাচন নিয়ে যে টানাপোড়েন চলছে, তা যে অব্যাহত রইল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!