এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পৌরভোটে শুক্রবারই তৃণমূলের প্রার্থী তালিকা ! আশা আশঙ্কায় কর্মীরা!

পৌরভোটে শুক্রবারই তৃণমূলের প্রার্থী তালিকা ! আশা আশঙ্কায় কর্মীরা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অবশেষে বৃহস্পতিবার কলকাতা পৌরসভার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে কমিশন। যেখানে আগামী 19 ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়েছে। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে তৃণমূলের পক্ষ থেকে কবে প্রার্থী তালিকা প্রকাশ হয়, তার দিকে নজর রয়েছে সকলের। তবে বিন্দুমাত্র সময় নষ্ট না করে শুক্রবার তৃণমূল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বলে মনে করা হচ্ছে। স্বভাবতই এই প্রার্থী তালিকা নিয়ে রীতিমতো নজর রয়েছে কলকাতা তৃণমূলের সমস্ত স্তরের নেতা কর্মীদের।

সূত্রের খবর, শুক্রবার কলকাতা পৌরসভার নির্বাচন উপলক্ষে সমস্ত ওয়ার্ডের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই প্রার্থী তালিকায় কি কি চমক থাকবে, তা অবশ্যই জল্পনার কারণ হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে। কেননা কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র তথা বর্তমান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বিধায়ক রয়েছেন। এছাড়াও একাধিক কাউন্সিলার বর্তমানে বিধায়ক। তৃণমূলের নিয়ম অনুযায়ী, এক ব্যক্তি এক পদ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিকভাবেই ফিরহাদ হাকিম সহ যারা বর্তমানে বিধায়ক, তারা আবার কাউন্সিলরের টিকিট পাবেন কিনা, তা নিয়ে যথেষ্ট গুঞ্জন তৈরি হয়েছে দলের মধ্যে। তবে তাদের যদি টিকিট না দেওয়া হয়, তাহলে সেই জায়গায় কাদের টিকিট দেওয়া হবে, তা নিয়েও জল্পনার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। যদিও বা শেষ পর্যন্ত এই ব্যাপারে তৃণমূল শীর্ষ নেতৃত্ব কি সিদ্ধান্ত নেয় এবং শুক্রবার প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর কারা কারা সেখানে জায়গা পান, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!