এখন পড়ছেন
হোম > রাজ্য > পৌরভোটের তোড়জোড়, শীঘ্রই বিজ্ঞপ্তি জারি কমিশনের! জেনে নিন!

পৌরভোটের তোড়জোড়, শীঘ্রই বিজ্ঞপ্তি জারি কমিশনের! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আগেভাগেই নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল যে, 27 ফেব্রুয়ারি রাজ্যের শতাধিক মেয়াদোত্তীর্ণ যে পৌরসভা রয়েছে, তার নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই মতো করেই এবার প্রস্তুতি নিতে শুরু করল রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে 27 ফেব্রুয়ারি যে নির্বাচনের কথা বলা হয়েছে, তা পিছিয়ে দেওয়ার ব্যাপারে কমিশনের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। যদিও বা বিশেষ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, কমিশন সেই স্মারকলিপিকে মান্যতা দিচ্ছে না। এক্ষেত্রে নির্ধারিত সূচি অনুযায়ী আগামী 27 ফেব্রুয়ারি রাজ্যের 108 টি মেয়াদোত্তীর্ণ পৌরসভার নির্বাচন করার ব্যাপারে সিদ্ধান্ত বহাল রেখেছে রাজ্য নির্বাচন কমিশন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আগামী 3 ফেব্রুয়ারি রাজ্যের 108 টি মেয়াদোত্তীর্ণ পৌরসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হতে পারে। যার জেরে একপ্রকার নিশ্চিত যে, কমিশন নির্ধারিত সময়েই রাজ্যের মেয়াদোত্তীর্ণ পৌরসভাগুলোর নির্বাচন করাতে চাইছে। ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে করোনা ভাইরাসের বাড়বাড়ন্তের কারণে যাতে নির্বাচন পিছিয়ে দেওয়া যায়, তার জন্য কমিশনের কাছে একটি আবেদন করা হয়েছিল। কিন্তু ইতিমধ্যেই কমিশন সেই আবেদন খারিজ করে দিয়েছে। স্বাভাবিকভাবেই গোটা ঘটনাকে কেন্দ্র করে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!