এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > হঠাৎ করে পদ থেকে ইস্তফা প্রভাবশালী সংখ্যালঘু তৃণমূল নেত্রীর! তীব্র জল্পনা শাসকদলের অন্দরে

হঠাৎ করে পদ থেকে ইস্তফা প্রভাবশালী সংখ্যালঘু তৃণমূল নেত্রীর! তীব্র জল্পনা শাসকদলের অন্দরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –রাজ্যের শাসন ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস। সেদিক থেকে তৃণমূলের কেউ যদি নিজের পদ ছেড়ে দেওয়ার উদ্যোগ নেন, তাহলে তা নিঃসন্দেহে জল্পনার কারণ হয়ে দাঁড়ায়। এবার তৃণমূল কংগ্রেস পরিচালিত সিতাই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূলের জেসমিন তব্বুসুম। আর হঠাৎ করেই তৃণমূল নেত্রীর তার পদ থেকে ইস্তফা এখন গুঞ্জন ছড়িয়েছে তৃণমূলের অন্দরমহলে। কেন তিনি তার পদ থেকে ইস্তফা দিলেন?

একাংশের মতে, সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে কাজ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল সেখানকার শিশু এবং নারী কল্যাণ বিভাগের কর্মাধ্যক্ষ জেসমিন দেবীর। আর তার ফলেই তিনি এবার তার পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে মনে করছেন একাংশ। কিন্তু এই পদ থেকে ইস্তফা দিয়ে তিনি আবার দল ছাড়ার মতো কোনো সিদ্ধান্ত নেবেন না তো?

এদিন এই প্রসঙ্গে জেসমিন তব্বসুম বলেন, “আমার দল ছাড়ার কোনো বিষয় নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে 2010 সালে তৃণমূলে যোগ দিয়েছি। 2011 সাল থেকে টানা সাত বছর কর্মাধ্যক্ষ পদে রয়েছে। তাছাড়া আমি দলের ব্লক মহিলা তৃণমূলের সম্পাদিকা। এলাকায় আমি উন্নয়নের কাজ করতে পারছি না। স্থানীয় মানুষ আমাকে এলাকার উন্নয়ন করার জন্য ভোটে জিতিয়েছেন। আমার বাড়ির সামনে রাস্তাটা এখনও পাকা হয়নি। মানুষের প্রশ্নের উত্তর দিতে পারছি না। আমি যদি কাজই না করতে পারি, তবে পদে থেকে কি লাভ! সেই জন্য আমি এসডিওর কাছে ইস্তফাপত্র জমা দিয়েছি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু কেন তিনি কাজ করতে পারছেন না? এদিন এই প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি সংগীতা রায় বসুনিয়া বলেন, “ওর ইস্তফা পত্র জমা দেওয়ার বিষয়টি জানা নেই। কি জন্য দিলেন তা দিলেন, জানি না। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।” তবে পঞ্চায়েত সমিতির সভাপতি এই ব্যাপারে যে মন্তব্যই করুক না কেন, কর্মাধ্যক্ষের পদ থেকে গস্তফা তৃণমূলকে যে কিছুটা হলেও এখন ভাবিয়ে তুলছে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।

জেসমিন দেবী নিজের কর্মাধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিয়ে দল না ছাড়ার কথা বললেও, ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকে নজর থাকবে সকলের। কেননা অতীতেও এরকম বহু ঘটনা ঘটেছে। পদ ছেড়ে দেওয়ার পর তারা তৃণমূলে আছেন এবং থাকবেন বলে দাবী করার পরেও পরবর্তীতে তাদের বিরোধী দল বিজেপিতে নাম লেখাতে দেখা গেছে। সেদিক থেকে জেসমিনদেবীও সেই তালিকায় পড়েন কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!