এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দল বহিস্কার করলেও পদ ছাড়তে নারাজ প্রভাবশালী তৃণমূল নেতা! সরগরম শাসকদলের অন্দরমহল!

দল বহিস্কার করলেও পদ ছাড়তে নারাজ প্রভাবশালী তৃণমূল নেতা! সরগরম শাসকদলের অন্দরমহল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি দুর্নীতির অভিযোগে চন্ডীতলার গরলগাছা পঞ্চায়েতের প্রধান মনোজ সিংকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল নেতৃত্ব। কিন্তু এখনও পর্যন্ত তিনি সেই পঞ্চায়েতের প্রধান পদের চেয়ার আঁকড়ে রয়েছেন। ফলে দল তাকে বহিষ্কার করে দেওয়া সত্ত্বেও, কেন তিনি এই প্রধান পদে বসে রয়েছেন, তা নিয়ে নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন।

প্রসঙ্গত উল্লেখ্য, ভয়াবহ দূর্যোগ আমপানে রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ প্রাপকদের সাহায্য করার কথা বলা হলেও, তাতে নাম থাকতে দেখা যায়নি গরলগাছা পঞ্চায়েতের প্রধান মনোজ সিংহের স্ত্রীয়ের। আর এর পরেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিরোধীরা তৃণমূলকে কটাক্ষ করতে শুরু করলে প্রবল চাপে পড়ে তৃণমূল কংগ্রেস।

পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে, নিজেদের দিক থেকে অভিযোগের আঙুলকে সরিয়ে দিতে মনোজ সিংকে দল থেকে বহিষ্কারের কথা ঘোষণা করে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তবে তারপর প্রধান পদ থেকে তিনি ইস্তফা দেবেন বলে মনে করা হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত সেভাবে তিনি চেয়ার আঁকড়ে থাকায় তৃণমূলের অনেকেই তার বিরুদ্ধে সরব হয়েছেন। যার ফলে বিপাকে পড়েছে রাজ্যের শাসক দল। কেন তিনি ইস্তফা দিচ্ছেন না?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে শ্রীরামপুরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “গরলগাছা পঞ্চায়েতের প্রধান কিছু অনিয়ম করেছেন‌। মানুষকে ত্রাণ দেওয়ার ক্ষেত্রে তার অস্বচ্ছতা ছিল। যদি কোনো পদাধিকারী গরিব মানুষের টাকা মারার তাল করেন, তাকে শুধু দল থেকে বের করা নয়, জেলখানায় যাতে যান, তার ব্যবস্থা করা হবে।”

এদিকে পদ থেকে ইস্তফা না দেওয়া প্রসঙ্গে সেই মনোজ সিং বলেন, “আমি তো দলকে লিখিতভাবে সব তথ্য জানিয়েছি। দল তো আমাকে লিখিত কিছুই দেয়নি। আমি পদত্যাগ করতে যাব কেন!” সব মিলিয়ে এখন দলের নির্দেশ থাকা সত্বেও গরলগাছা পঞ্চায়েতের প্রধান নিজের পদ থেকে ইস্তফা না দেওয়ায় রীতিমত চাঞ্চল্য তৈরি হয়েছে। এখন সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তার দিকেই থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!