এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রচারের কি অপার মহিমা! বানর হয়ে যায় বাঘ, বাঘ হয় বানর! মুখ্যমন্ত্রীর বক্তব্যে তীব্র জল্পনা

প্রচারের কি অপার মহিমা! বানর হয়ে যায় বাঘ, বাঘ হয় বানর! মুখ্যমন্ত্রীর বক্তব্যে তীব্র জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজনীতিতে সংবাদমাধ্যম বা গণমাধ্যম এক বিশেষ ভূমিকা নিয়ে থাকে। কিন্তু বর্তমানে সংবাদ মাধ্যমগুলির নিরপেক্ষ না থেকে কোন বিশেষ বিশেষ দিকে ঝুঁকে খবর করার প্রবণতা দেখা যাচ্ছে বলে মনে করেন অনেকেই। উপরন্তু এই প্রবণতা থেকে শুরু হচ্ছে তীব্র অশান্তি। সম্প্রতি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবকে নিয়েও শুরু হয়েছে বিতর্ক। প্রচারে উঠে এসেছে বিপ্লবকুমার দেবের সংবাদমাধ্যমকে হুমকি দেওয়ার প্রসঙ্গ। কিছুদিন আগেই বিপ্লবকুমার দেব অভিযোগ করেন, ত্রিপুরার করোনা পরিস্থিতি নিয়ে সংবাদ মাধ্যমগুলি ভুল প্রচার চালাচ্ছে।

এবং এই প্রসঙ্গে তিনি তাঁর ক্ষোভ প্রকাশ করেন। কিন্তু ওইটুকুই। সংবাদমাধ্যমকে তিনি কোনো হুমকি দেননি বলেই জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব। সম্প্রতি সাব্রুম এর সভায় বিপ্লবকুমার দেব জানিয়েছেন, সংবাদমাধ্যমের প্রচারে হয়ে গেছে, তিনি যা বলেছেন তার উল্টো। এ প্রসঙ্গে উদাহরণ দিয়ে তিনি বলেন, বলেছেন বাঘ, হয়ে গেছে বানর। যদিও সংবাদমাধ্যমের সামনে তিনি কিছুটা নরম হলেও অভিযোগের তীর কিন্তু তিনি সংবাদমাধ্যমের দিকেই তুলেছেন। প্রসঙ্গত, সম্প্রতি ত্রিপুরার দক্ষিণ জেলার সাব্রুম মহকুমায় স্পেশাল ইকোনমিক জোনের একটি শিলান্যাস অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লকুমার দেব।

এবং সেখানেই তিনি অভিযোগ এনেছিলেন, সংবাদমাধ্যমের একাংশ রাজ্যের করোনা প্রসঙ্গে অপপ্রচার চালাচ্ছে। আর সে সঙ্গেই তিনি সংবাদমাধ্যমকে হুঁশিয়ার করেন। মুখ্যমন্ত্রী হিসেবে তাঁদেরকে তিনি মাফ করবেন না বলে জানান। এই মন্তব্যের ঠিক 24 ঘণ্টার মধ্যেই রাজ্যে দুজন সাংবাদিকদের ওপর হামলা হয়। গোটা দেশের বিভিন্ন মহলে শুরু হয় বিপ্লবকুমার দেবের বিরুদ্ধে সমালোচনা। এদিন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব দাবি করেন, করোনার অপপ্রচার এবং মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা যাতে না হয় সে দিকেই নজর দিয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সে ক্ষেত্রে তিনি উড়িয়ে দিয়েছেন বিদ্বেষমূলক আচরণের প্রসঙ্গটি। যদিও বিপ্লব কুমার দেব এর প্রসঙ্গে কংগ্রেসের সহ-সভাপতি তাপস দে জানিয়েছেন, ত্রিপুরার সংবাদমাধ্যম রীতিমতো মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের ওপর চাপ সৃষ্টি করেছিল তাঁর দেওয়া বক্তব্যের ভিত্তিতে। আর সেই চাপের মুখে পড়েই মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্য ফিরিয়ে নিলেন। তবে কিছু সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখাকে মোটেই যথেষ্ট বলে মনে করছে না কংগ্রেস শিবির। তাঁদের দাবি, সরকারিভাবে মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের ব্যাখ্যা দেওয়া উচিত ছিল।

সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে তৎপর হয়ে ওঠে বিরোধীরা। আর তাই চাপের মুখে পড়ে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিতে হলো মুখ্যমন্ত্রীকে বলে দাবি করছে ত্রিপুরার বিরোধী শিবির। বিশেষজ্ঞদের মতে, বিভিন্ন সময় রাজনৈতিক চাপান-উতোরের মধ্যে জড়িয়ে পড়ে প্রচারমাধ্যম। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা তা হল, আমজনতা কিন্তু সংবাদমাধ্যমের উপরেই সর্বক্ষেত্রে বিশ্বাস করে। তাই সংবাদমাধ্যমের অনেক বেশি ওয়াকিবহাল থাকা উচিত খবর পরিবেশনের ব্যাপারে বলে মনে করেন রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!