কে হতে চলেছেন পরবর্তী প্রদেশ কংগ্রেস সভাপতি, নাম নিয়ে জোর জল্পনা কলকাতা জাতীয় মালদা-মুর্শিদাবাদ-বীরভূম রাজ্য August 1, 2020 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব নেওয়ার পর এক দিকে তৃণমূল এবং অপরদিকে বিজেপি, দুই দলকেই লাগাতার আক্রমণ করেছিলেন সোমেন মিত্র। বর্ষিয়ান এই রাজনীতিবীদ প্রদেশ কংগ্রেসের দায়িত্ব নেওয়ার পর শাসকের বিরুদ্ধে কংগ্রেসের প্রতিবাদ উচ্চস্তরে পৌঁছে গিয়েছিল। তবে সম্প্রতি প্রয়াত হয়েছেন সেই সোমেন মিত্র। প্রদেশ কংগ্রেস সভাপতি পদে বহাল থাকতেই তার এই প্রয়ানের ঘটনা নিঃসন্দেহে বাংলার রাজনৈতিক মহলে শোকের আবহ তৈরি করেছে। সোমেনবাবুর প্রয়ানের কারণে ইতিমধ্যেই সাত দিনের জন্য কংগ্রেস তার সমস্ত কর্মসূচি বন্ধ রেখেছে। তবে সামনের 2021 এর বিধানসভা নির্বাচন। তার আগে সোমেন মিত্রের চলে যাওয়া কংগ্রেসের কাছে সত্যিই বড় বেদনাদায়ক। কেননা পরবর্তী কংগ্রেসের সভাপতি কে হবেন, তা নিয়ে এখন বাংলার রাজনীতিতে শুরু হয়েছে জোর জল্পনা। সূত্রের খবর, ইতিমধ্যেই বাংলার ভারপ্রাপ্ত এআইসিসির নেতা গৌরব গগৈ এর কাছে প্রদেশ কংগ্রেসের সভাপতির জন্য তিনটি নাম জমা পড়েছে। যার মধ্যে রয়েছে প্রদীপ ভট্টাচার্য, অধীর চৌধুরী এবং আব্দুল মান্নানের নাম। তবে এই ব্যাপারে চূড়ান্ত আলোচনার পরেই আইসিসির সাধারণ সম্পাদক কে সি বেনুগোপালকে রিপোর্ট দেওয়ার পরেই তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রাহুল গান্ধী বলে খবর। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - এদিন এই প্রসঙ্গে গৌরব গগৈ বলেন, “সৌমেনবাবু যে উচ্চতায় পৌঁছেছিলেন, রাতারাতি সেখানে যাওয়া কঠিন। সাধারণ মানুষের নানা দাবি প্রতিবাদ নিয়ে তার নেতৃত্বে যেভাবে আন্দোলন চলছিল, সেই রাস্তা দিয়ে চলতে হবে। তবে আপাতত আমরা সব কর্মসূচি স্থগিত রাখছি। রাজ্যের নেতাদের সঙ্গে আলোচনা করছি। ভবিষ্যতের জন্য কি করনীয় সেই বিষয়ে তাদের প্রস্তাব, পরামর্শ শুনছি।” তবে এখনো পর্যন্ত যা খবর তাতে অনেকেই বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যকে ফের কংগ্রেস সভাপতি পদে বসানোর দাবি তুলতে শুরু করেছেন। তবে অনেকে আবার চাইছেন, তৃণমূল এবং বিজেপির বিরোধিতায় সবথেকে সঠিক মুখ অধীর রঞ্জন চৌধুরী। আবার একাংশ আব্দুল মান্নানের দিকে সমর্থন জোগাতে শুরু করেছেন। এই প্রসঙ্গে প্রদীপ ভট্টাচার্য বলেন, “সোমেনেনের নেতৃত্বে যেভাবে বামফ্রন্টের সঙ্গে একযোগে কর্মসূচি চলছিল, সেখানে থেকে পিছিয়ে আসার কথা কল্পনাই করছি না। কংগ্রেস কর্মীদের কাছে আবেদন, আগামী অন্তত সাত দিনের জন্য অন্য কর্মসূচি বন্ধ রেখে প্রয়াত সভাপতির স্মরণে ব্লক স্তর থেকে কর্মসূচির আয়োজন যেন আমরা করি।” তবে সোমেন মিত্রের সময়কালে কংগ্রেস ভালোভাবে এগিয়ে গেলেও এবং সেই কথা সকল নেতাদের মুখে ফুটে উঠলেও, এখন দেখার বিষয়, পরবর্তী প্রদেশ কংগ্রেস সভাপতি পদে কে বসেন! আপনার মতামত জানান -