এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রধানমন্ত্রীর “মন-কি-বাতে” অযোধ্যা মামলা! রায়ের আগেই জল্পনা চরমে

প্রধানমন্ত্রীর “মন-কি-বাতে” অযোধ্যা মামলা! রায়ের আগেই জল্পনা চরমে

 

সারাদেশে চলছে দীপাবলীর উৎসব। চারিদিকে ঝলমল করছে আলো। আর এই আলোর উৎসবে এদিন মাসিক রেডিও অনুষ্ঠান “মন কি বাতে” এসে সকলকে দীপাবলীর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আশ্চর্যজনকভাবে প্রধানমন্ত্রীকে এদিনের এই রেডিও ভাষনে কিছু কথায় চরম রাজনৈতিক জল্পনা ছড়িয়ে পড়ে। দীপাবলীর এই উৎসবে সেই সমস্ত কথা এখন যেন খবরের শিরোনামে চলে এসেছে।

বস্তুত, অযোধ্যা মামলার রায় নিয়ে বর্তমানে সর্বত্র জল্পনা সৃষ্টি হয়েছে। এখনও পর্যন্ত শুনানি চললেও রায়দান পর্ব সম্পন্ন হয়নি। যে রায়ের দিকে তাকিয়ে রয়েছেন সকলেই। এই পরিস্থিতিতে বার “মন কি বাত” এর রেডিও ভাষণে এই বিষয়ে মন্তব্য করতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

এদিন তিনি বলেন, “2010 সালে অযোধ্যা মামলার রায় প্রকাশের আগে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু রায় যখন প্রকাশ্যে এল, তখন অপ্রীতিকর ঘটনা দেখা যায়নি। আদালতের রায়কে সম্মান জানিয়ে সরকার, সব রাজনৈতিক দল, নাগরিক সমাজ সতর্ক ছিল। সম্প্রীতি বজায় রাখতে সবাই সতর্ক থেকেছেন। এবারও অযোধ্যা মামলার শুনানি শেষ হয়েছে। যে কোনো দিন রায় ঘোষণা হতে পারে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন, বর্তমানে অযোধ্যা মামলার শুনানি পর্ব শেষ হওয়ার পর এখন সকলেই রায়ের দিকে তাকিয়ে আছেন। কি রায় হবে, তা জানেন না কেউই। আর এই পরিস্থিতিতে সেই রাজধানীর আগেই যেন হঠাৎ শান্তি সম্প্রীতির বার্তা দিয়ে রাখলেন প্রধানমন্ত্রী! তা নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন।

তবে এই ব্যাপারে নানা প্রশ্ন উঠলেও অনেকেই বলছেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে ভারতের সম্প্রীতিতে কোনরূপ আচড় যাতে না আসে, তার জন্য আগেভাগে রায়ে যেটাই হোক না কেন, তা সকলকে মাথা পেতে নেওয়ারই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। অর্থাৎ এই ব্যাপারে রাজধর্ম পালনের চেষ্টা করেছেন তিনি বলে মত বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!