এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে পার পেলেন না মুখ্যমন্ত্রী, পাল্টা তোপ দাগলেন শুভেন্দু

প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে পার পেলেন না মুখ্যমন্ত্রী, পাল্টা তোপ দাগলেন শুভেন্দু


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘসময় তৃণমূলের থাকার পর মমতা ব্যানার্জির সঙ্গে দূরত্ব বাড়িয়ে নিয়েছিলেন দলের তৎকালীন সেনাপতি শুভেন্দু অধিকারী। গত বছরের শেষে তিনি যোগ দেন গিয়ে গেরুয়া শিবিরে। আর তারপর থেকেই শুভেন্দু অধিকারী প্রত্যেকটি সময় রীতিমত কড়া হাতে আক্রমণ করে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুব তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এদিনও হেস্টিংসের দলীয় সভা থেকে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে করলেন তীব্র কটাক্ষ। আর এর পেছনে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্লেষভরা উক্তি।

ষোড়শ বিধানসভার শেষদিনে বাজেট নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি তীব্র ক্ষোভ উগরে দেন এবং বলেন নরেন্দ্র মোদী একজন মিথ্যাবাদী। প্রসঙ্গত, রবিবার হলদিয়া থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেছিলেন, কিষান সম্মান নিধি নিয়ে। দীর্ঘদিন ধরেই গেরুয়া শিবিরের অভিযোগ, রাজ্যের কৃষকদের জন্য কিষান সম্মান নিধি প্রথমে রাজ্য সরকারের চালু না করা নিয়ে। একই অভিযোগ করেন রবিবার রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারই উত্তর দিতে গিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নরেন্দ্র মোদিকে মিথ্যাবাদী বলে কটাক্ষ করেন।

আর এদিনই বিকেলে হেস্টিংসের বিজেপি কার্যালয় থেকে পাল্টা আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু গেরুয়া শিবিরের সর্বোচ্চ নেতাদের উল্লেখ করে বলেন, বিজেপি ক্ষমতায় আসলে যেন দুটি পুরস্কার চালু করে। তার মধ্যে একটির নাম হবে ‘মিথ্যাশ্রী’ যেটি দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং অন্যটির নাম হবে ‘তোলাশ্রী’, যেটি দেওয়া হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। খুব স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পর রাজনৈতিকভাবে শুরু হয়েছে সমালোচনা। অবশ্য শুভেন্দু এর আগেও একই কথা বলেছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে মিথ্যাচার করার যে অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারই যে পাল্টা দিলেন এদিন শুভেন্দু অধিকারী তা বুখতে বাকি থাকেনা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি এবারের বিধানসভায় মুখ্যমন্ত্রী যে বাজেট পেশ করেছেন তাকেও রীতিমতো মিথ্যে বলে কটাক্ষ করেছিলেন শুভেন্দু হলদিয়ার সভা থেকে। প্রসঙ্গত এবারের বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একরাশ প্রতিশ্রুতি দিয়েছেন বিভিন্ন কর্মসূচী ও প্রকল্পের। যাকে বিরোধীরা জনমোহিনী কর্মসূচির নাম দিয়েছে। অন্যদিকে শুভেন্দু অধিকারী কিন্তু দলীয় সভায় এদিন তৃণমূলের পর্দা ফাঁস করে দিলেন।

শুভেন্দু জানিয়েছেন, তৃণমূলের যে কোন সভায় শুধুমাত্র মাননীয়া কথা বলেন, বাকিরা বলার সুযোগ পায়না। কিন্তু গেরুয়া শিবিরে গণতন্ত্র চলে, এখানে সবাইকে কথা বলার সুযোগ দেওয়া হয়। সব মিলিয়ে বলা যেতেই পারে তৃণমূল এবং বিজিপির লড়াই বর্তমানে পরিণত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর লড়াইতে। খুব স্বাভাবিক ভাবেই বিশেষজ্ঞরা মনে করছেন, শুভেন্দু অধিকারী গেরুয়া শিবিরে যাওয়ার পর রাজ্যের মসনদ দখল দু দলের কাছেই অন্যতম প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে রাজ্যের ভোটযুদ্ধ যে জমে উঠেছে, সে কথা বলাইবাহুল্য।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!