এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রধানমন্ত্রীকে সম্মান জানানোর আর্জি জানিয়ে জল্পনা উসকে দিলেন হেভিওয়েট কংগ্রেস নেতা

প্রধানমন্ত্রীকে সম্মান জানানোর আর্জি জানিয়ে জল্পনা উসকে দিলেন হেভিওয়েট কংগ্রেস নেতা

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির জনপ্রিয়তা এ দেশের সাথে সাথে বিদেশেও ছড়িয়েছে বলে সূত্রের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ যাবৎকালে যা সিদ্ধান্ত নিয়েছেন, তার ফলে আন্তর্জাতিক মহলে তাঁকে নিয়ে যথেষ্ট আলোড়ন হয়েছে। কাশ্মীর ইস্যুতে কূটনৈতিক বাজিমাতে তিনি সফল। ফলে আন্তর্জাতিক ঘরানায় প্রধানমন্ত্রী মোদি কে নিয়ে কৌতুহল ক্রমাগত বেড়েই চলেছে। আর এর ফলে আমেরিকার হাউস্টন শহরে অনুষ্ঠিত হতে চলেছে ‘হাউডি মোদী’র সভা।

যদিও এদেশে ‘হাউডি মোদী’র সভা কে নিয়ে বিরোধীদের তুমুল কটাক্ষের মুখোমুখি হতে হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বলেন, ‘হাউডি প্রধানমন্ত্রী? অর্থনীতির হাল কেমন? ভালো বলে তো মনে হচ্ছে না।’ কিন্তু অদ্ভুতভাবে রাহুল গান্ধীর কটাক্ষের সরাসরি প্রতিবাদ না জানিয়েও এদিন প্রধানমন্ত্রী মোদির পক্ষে মুখ খুললেন কংগ্রেস দলের প্রথম সারির নেতা শশী থারুর। বিজেপির সুরে সুর মিলিয়ে তিনি বললেন, ‘মোদী আমার প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী। আমাদের ওঁকে সম্মান করা উচিত।’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ বিষয়ে শশী থারুরের একটি টুইটে তিনি লিখেছেন, ‘একজন বিরোধী সাংসদ হিসেবে আমার অধিকার আছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক মতাদর্শ, সিদ্ধান্তের সমালোচনা করার। কিন্তু, উনি যখন বিদেশ সফরে যাচ্ছেন তখন উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসেবে যাচ্ছেন। আমাদের দেশের পতাকা উনি বহন করছেন। আমি চাই দেশের প্রধানমন্ত্রীর যে সম্মান প্রাপ্য সেই সম্মান তাঁকে দেওয়া হোক। দেশের ভিতরে যখন উনি রয়েছেন, ওর ভুল নীতির বিরুদ্ধে বলার মতো অনেক কিছু আছে। উনি অনেক ভুল করেওছেন। কিন্তু, দেশের বাইরে উনি ভারতের প্রধানমন্ত্রী, ওনার সেই সম্মান প্রাপ্য।’ শশী থারুর শুধু হাউডি মোদি’ নিয়েই প্রথম মুখ খুলেছেন মোদির স্বপক্ষে তা নয়, এর আগেও তিনি জয়রাম রমেশের সুরে সুর মিলিয়ে বলেছিলেন, প্রধানমন্ত্রী মোদির সব কাজই খারাপ তা নয়। কিছু ভালো কাজও তিনি করেছেন। যেমন – উজ্জ্বলা যোজনা। যদি খারাপ কাজের জন্য নিন্দা করা হয়, তাহলে ভালো কাজের জন্য প্রশংসা করা উচিত বলে তিনি দাবি করেন।

শশী থারুরের এই বক্তব্য নিয়ে অবশ্য বিজেপি ও কংগ্রেস কোনো পক্ষ থেকেই কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনায় অবশ্য রাজনৈতিক মহল দাবি করেছে, সুনন্দা পুস্করের ঘটনা নিয়ে শশী থারুর এমনিই ফেঁসে আছে। যেদিন থেকে সুনন্দা পুস্করের ঘটনায় সিবিআই তৎপরতা দেখিয়েছে, ঠিক সেদিন থেকেই শশী থারুরের মনেও একটু একটু করে মোদী প্রীতি বেড়েছে। তাই রাজনৈতিক মহল শশী থারুরের হঠাৎ করেই এই রাজনৈতিক পরিবর্তনে মোটেই অবাক নয়।

আগামী দিনে তাহলে কি কংগ্রেস থেকে শশী থারুর বিজেপিতে যোগদান করতে চলেছে?
উঠেছে জল্পনাও। উত্তর অবশ্য এখনও কারোরই জানা নেই। তবে শশী থারুরের মোদী প্রীতি দেখে কংগ্রেস দলে ইতিমধ্যে এই জল্পনার উত্থান হয়েছে। তবে সম্পূর্ণ ঘটনার দিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!