এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রধানমন্ত্রীর কৃষি আইন প্রত্যাহার নিয়ে নিশ্চুপ বঙ্গ বিজেপি মহল, সমালোচনা তুঙ্গে

প্রধানমন্ত্রীর কৃষি আইন প্রত্যাহার নিয়ে নিশ্চুপ বঙ্গ বিজেপি মহল, সমালোচনা তুঙ্গে


বন্ধু মিডিয়া রিপোর্ট গুরু নানকের জন্মদিনেই ঐতিহাসিক 3 কৃষি আইন প্রত্যাহার করে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকারিভাবে তিনি সর্বসমক্ষে একথা জানিয়েছেন এবং পরের অধিবেশনে এই নিয়ে আইন গৃহীত হবে। যথারীতি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির এই ঘোষণার পর দেশজুড়ে উৎসব শুরু হয়ে গিয়েছে। কৃষকরা তো বটেই, দেশের বিরোধী দলগুলি প্রত্যেকে কৃষকদের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি ব্যাপক সমালোচনা চলছে কেন্দ্রীয় বিজেপি সরকারের। অনেকেই বলছেন এই সিদ্ধান্ত যদি নিতেই হতো, তাহলে অনেক আগে নেওয়া প্রয়োজন ছিল। তাহলে বহু কৃষকদের প্রাণ বেঁচে যেত।

অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলা থেকে কৃষকদের অভিনন্দন জানিয়েছেন। এমনকি বামফ্রন্টসহ অন্যান্য বিরোধী দলগুলি উচ্ছ্বসিত অধীর চৌধুরী থেকে সুজন চক্রবর্তী প্রত্যেকেই সমালোচনা করেছেন কেন্দ্রীয় সরকারের। কিন্তু বাংলায় কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহার নিয়ে রীতিমতো মুখে কুলুপ এঁটেছে বঙ্গ বিজেপি শিবির। শুক্রবার সকালে প্রধানমন্ত্রী কৃষি আইন প্রত্যাহারের ঘোষণার পরেই সিপিএম নেতা অশোক ভট্টাচার্য কৃষক আন্দোলনকে রীতিমত স্বাধীনতা সংগ্রামের সঙ্গে তুলনা করেছেন। তিনি জানান, ধারাবাহিক আন্দোলনের চাপে পড়েই আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছে কেন্দ্র।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি আরেকবার নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন, এই জয় সাধারণ কৃষকদের জয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানিয়েছেন প্রত্যেক আন্দোলনকারী কৃষককে আন্তরিক শুভেচ্ছা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকেও একই বার্তা দেওয়া হয়েছে। কিন্তু বিরোধী নেতা নেত্রীরা বাংলাতে উল্লাস প্রকাশ করলেও এই মুহূর্তে মুখ বন্ধ রেখেছেন বঙ্গ বিজেপি নেতারা। প্রধানমন্ত্রী কৃষি আইন প্রত্যাহার নিয়ে বিজেপি নেতা চন্দ্র বসুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছুই বলতে চাননি। উল্টে তিনি সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষের সঙ্গে কথা বলার আবেদন রেখেছেন। একই কথা বলেছেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ও। তিনিও জানিয়েছেন, প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাই দলের সিদ্ধান্ত।

সেক্ষেত্রে কোনো প্রতিক্রিয়া নেই। তবে যা বলার রাজ্য বিজেপি সভাপতি বলবেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সিদ্ধান্তের বিন্দুমাত্র আঁচ করতে পারেনি বঙ্গ বিজেপি শিবির। কার্যত বরাবরই কৃষকদের বিরুদ্ধেই বলে এসেছে যেখানে বঙ্গ বিজেপি, সেখানে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাঁরা আর কিছুই প্রতিক্রিয়া দিতে পারছেন না। বাংলায় বিজেপি এমনিতেই পিছনের সারিতে। সেই জায়গায় কৃষি আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সিদ্ধান্ত তাঁদেরকে আরো একবার পিছিয়ে দিল বলেই মনে করছেন রাজনৈতিক মহলের অনেকেই।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!