এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > প্রধানমন্ত্রীর নেতৃত্বে জওয়ানদের বলিদানের বদলা হবে! শহীদ রাজেশের বাড়িতে বার্তা লকেট-সৌমিত্রর

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জওয়ানদের বলিদানের বদলা হবে! শহীদ রাজেশের বাড়িতে বার্তা লকেট-সৌমিত্রর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নজিরবিহীন সংঘাতের জেরে এই মুহূর্তে সংবাদ শিরোনামে উঠে এসেছে দুটি দেশ ভারত এবং চীন। সম্প্রতি লাদাখ আন্তর্জাতিক সীমান্ত রেখায় যেভাবে চীন ভারতের সেনাবাহিনীর কুড়ি জন জওয়ান কে হত্যা করল, সে কথা মাথায় নিয়ে রীতিমতো ক্ষোভে ফুঁসছে এই মুহূর্তে আপামর ভারতবাসী। ইতিমধ্যে একে একে তেরঙ্গায় মোরা কফিনগুলি ফিরতে শুরু করেছে। প্রিয়জনের চোখের জল বাঁধ মানছে না। ঠিক এভাবেই এবার মোহম্মদ বাজারের বেলগড়িয়া গ্রামের যুবক রাজেশ ওরাং এর মৃতদেহ ফিরে এলো গ্রামে তিরঙ্গায় মুড়ে কফিনবন্দী হয়ে।

মোহম্মদ বাজারের যুবক রাজেশ ওরাং কিন্তু সেই অর্থে কোন পরিচিত মুখ নয়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেশের জন্য প্রাণ দিয়ে সে হয়ে উঠেছে রিয়েল হিরো। আর তাই বৃষ্টি মাথায় নিয়ে শুধুমাত্র চোখের দেখা দেখতে সকাল থেকে রাত পর্যন্ত অসংখ্য সাধারণ মানুষ অপেক্ষমান। শুধু তাই নয়, রাজেশের বাড়িতে শোক প্রকাশ করতে হাজির হলেন রাজ্য বিজেপি শিবিরের বেশ কয়েকজন নেতা-নেত্রী। ঠিক ছিল বৃহস্পতিবার ভারত-চীন যুদ্ধে শহীদ রাজেশ ওরাংয়ের মৃতদেহ ফিরবে।

সেই কথা অনুযায়ী ভোর থেকেই যুদ্ধকালীন তৎপরতায় জেলা পুলিশ এবং প্রশাসনের উদ্যোগে গান স্যালুট দেওয়ার জন্য প্রস্তুতি সারা হচ্ছিল। সূত্রের খবর, বেলা যত বেড়েছে, ততই রাজেশকে দেখার জন্য ভিড় বেড়ে উঠেছে। এরই মধ্যে শুরু হয়ে যায় বৃষ্টি। কিন্তু আকাশের কালো মেঘ এবং ঝরে পড়া বৃষ্টি সাধারণ মানুষকে তাদের রিয়েল হিরোকে দেখা আটকাতে পারেনি। ইতিমধ‍্যেই রাজেশ ওরাংয়ের পরিবারের সঙ্গে দেখা করতে পৌঁছান বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, লকেট চ‍্যাটার্জীসহ বেশ কয়েকজন বিজেপি নেতা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজেশের পরিবারের সঙ্গে দেখা করতে এসে লকেট চ্যাটার্জি এদিন বলেন, “চীন ভারতকে আক্রমণ করছে। আমাদের জওয়ানরা জবাব দেওয়ার পরেই শহীদ হয়েছেন। আমরা তাঁদের জন্য গর্বিত। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এর বদলা নেওয়া হবে। আমরা এখানে এসেছি।” লকেট চট্টোপাধ্যায় এর সঙ্গে সুর মিলিয়ে অন্যান্য বিজেপি নেতারা বলেন, কেন্দ্র থেকে রাজ্য বিজেপি শিবির শহীদের পরিবারের পাশে সব সময় থাকবে। এই মুহূর্তে সমস্ত ভারতীয়দের এক হয়ে চলতে হবে এবং চীনকে উপযুক্ত জবাব দিতে হবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে। রাজ্য বিজেপি নেতারা জানান, পশ্চিমবাংলা থেকে দুজন জওয়ান শহীদ হয়েছেন সম্প্রতি চীনের আক্রমণে।

তাঁরা আরো বলেন, যারা দেশের জন্য বলিদান দিলেন প্রধানমন্ত্রী মোদী তাঁদের হয়ে অবশ্যই চীনকে জবাব দেবে। ইতিমধ্যে ভারতীয় জওয়ানদের নিহত হওয়ার খবরে চীনা দ্রব্য বয়কটের ডাক দিয়েছে আপামর ভারতবাসী। চীনকে রীতিমতো কোণঠাসা করার জন্য তাঁদের এই পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে চীনের বিরুদ্ধে ফুঁসে ওঠা রাগ এই মুহূর্তে সবার মধ্যে। তবে কূটনৈতিক স্তরে চীন ভারত সম্পর্কের প্রেক্ষাপট এখন কোন দিকে মোড় নিচ্ছে সে ব্যাপারে স্পষ্ট কোনো ছবি পাওয়া যাচ্ছে না। তবে লাদাখ সীমান্তে চীনের আগ্রাসন নিয়ে ভারত সরকারের এবার চিন্তাভাবনা করার সময় এসে গেছে বলে জানাচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!