এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > প্রধানমন্ত্রীর সাথে একই মঞ্চে থাকছেননা দেব, তীব্র কটাক্ষ বিজেপি সাংসদের

প্রধানমন্ত্রীর সাথে একই মঞ্চে থাকছেননা দেব, তীব্র কটাক্ষ বিজেপি সাংসদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরের ব্যাপক প্রচার ইতিমধ্যেই সাড়া ফেলেছে। এদিকে আবার নরেন্দ্র মোদী দ্বিতীয় বার আসতে চলেছেন রাজ্যে। আগামী রবিবার সন্ধ্যায় তিনি সরকারি কাজে উপস্থিত থাকবেন হলদিয়ার মঞ্চে। প্রধানমন্ত্রীর সাথে একই মঞ্চে শুভেন্দু অধিকারীকেও দেখা যাবে বলে জানা গেছে। অন্যদিকে একই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই অভিনেতা তথা ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারীকে আমন্ত্রণ জানানো হয়েছিল গেরুয়া শিবিরের তরফ থেকে। সৌমিত্র খাঁ এর তরফ সেই আমন্ত্রণ টুইট করা হয়। কিন্তু পত্রপাঠ তৃণমূল সাংসদ সেই আমন্ত্রণ ফিরিয়ে দেন। পরিষ্কার জানিয়ে দেন তিনি অনুষ্ঠানে থাকতে পারবেননা।

কিন্তু সৌজন্যে দেখিয়ে অভিনেতা দেব না বললেও কিন্তু তার কপালে জুটেছে রীতিমতো টিপ্পনী। আর এই টিপ্পনী তাঁকে টুইটারে করেছেন সৌমিত্র খাঁ। সৌমিত্র সোশ্যাল মিডিয়ায় দেবকে উল্লেখ করে বলেন, তিনি তৃণমূল নেতাদের থেকে অন্যরকম ভেবেছিলেন দেবকে। সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর সঙ্গে একই অনুষ্ঠানে দেবের থাকার কথায় সৌমিত্র খাঁ যে অত্যন্ত খুশি হয়েছিলেন, সে কথাও জানিয়েছেন তিনি। অন্যদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখতে পাওয়া যেতে পারে পূর্ব মেদিনীপুরের দুই সাংসদ শিশির অধিকারী এবং তমলুকের দিব্যেন্দু অধিকারীকে। পাশাপাশি মঞ্চে অবশ্যই থাকবেন শুভেন্দু অধিকারী। আর এই মঞ্চে ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী থাকবেননা বলে জানান।

যথারীতি শুরু হয়েছে এই নিয়ে তীব্র বিতর্ক। দেব অবশ্য অত্যন্ত সৌজন্যের সাথে জানিয়েছেন, এতবড় অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য তিনি অত্যন্ত খুশী। কিন্তু সেদিন তিনি হলদিয়ার অনুষ্ঠানে থাকতে পারবেননা বলে জানিয়ে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন। যদিও কি কারণে অভিনেতা দেব এই অনুষ্ঠানে থাকতে পারবেন না, তা জানা যায়নি। তিনি নিজেও সেই নিয়ে কিছু বলেননি। তবে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, যেভাবে বর্তমানে তৃণমূল শিবিরে দলবদল নিয়ে চলছে ব্যাপক বিতর্ক, সেই বিতর্ক থেকে দূরে থাকতে দেব নিয়েছেন এরকম সিদ্ধান্ত। পাশাপাশি ইতিমধ্যেই অধিকারী পরিবারের সঙ্গে কিন্তু গেরুয়া শিবিরের সম্পর্ক এখন যথেষ্ট সাবলীল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

খুব শীঘ্রই হয়তো অধিকারী পরিবারের আরেক সদস্য দিব্যেন্দু অধিকারীকে বিজেপিতে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। তবে শিশির অধিকারী এখনো পর্যন্ত নিশ্চুপ রয়েছেন। দেবকে নিয়েও দলবদলের জল্পনা শুরু হয়ে গিয়েছিল, তাই রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন সেই জল্পনাকে ধামাচাপা দিতেই প্রধানমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে না থাকার সিদ্ধান্ত দেবের। যথারীতি সৌমিত্র খাঁ এর এহেন কটাক্ষের কোনো প্রতিক্রিয়া দেননি দেব এখনও পর্যন্ত। অন্যদিকে প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করতে না করতেই দেব জড়িয়েছেন আরেক বিতর্কে।

তাঁর নতুন ছবির গান বদল নিয়ে শুরু হয়েছে প্রবল সংঘাত ছবির পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের সঙ্গে। টলিপাড়ায় চলছে দেবকে নিয়ে ব্যাপক জল্পনা। অন্যদিকে বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছে, দীপক অধিকারীও গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন। দীর্ঘদিন যাবত তাকেঁ তৃণমূল নেত্রীর সঙ্গে বা তৃণমূলের মঞ্চে দেখা যাচ্ছেনা। সব মিলিয়ে আগামী দিনে তৃণমূলের তরফ থেকে আরও এক সংসদ গেরুয়া শিবিরে যাবেন কিনা তা নিয়ে কিন্তু এখন থেকেই শুরু হয়েছে চাঞ্চল্য।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!