এখন পড়ছেন
হোম > অন্যান্য > রাজনৈতিক বিরোধিতা দূরে রেখে প্রধানমন্ত্রীর ৭০তম জন্মদিনে শুভেচ্ছা মমতা-রাহুল সহ হেভিওয়েটদের

রাজনৈতিক বিরোধিতা দূরে রেখে প্রধানমন্ত্রীর ৭০তম জন্মদিনে শুভেচ্ছা মমতা-রাহুল সহ হেভিওয়েটদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- আজ প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির শুভ জন্মদিন। সেই সঙ্গে আজ তিনি ৭০ বছরে পা রাখলেন। আজকের দিনে সারা দেশ জুড়ে তাঁর জন্মদিন পালন করছেন অগুনতি তাঁর ভক্ত। সেই সঙ্গে সোশাল মিডিয়ায় তাঁর জন্মদিনের শুভেচ্ছা বার্তা উপচে পড়ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে তাঁর উদ্দেশ্যে মঙ্গল বার্তা। সেই তালিকায় তাঁর নিজের দলের অনুরাগীরা থাকলেও এদিন প্রতিদ্বন্দ্বিতা ভুলে শুভেচ্ছা বার্তা এসেছে বিরোধী শিবির থেকেও। সেই তালিকায় রয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সাতদিন দেশজুড়ে ‘সেবা সপ্তাহ’ পালনের কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী এদিন টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তবে পিছিয়ে নেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিন তিনিও টুইট করে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৭০তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সাথে তিনি যাতে সুস্থ ও সফলভাবে এই বছরটি কাটাতে পারেন সেই কামনাও করেছেন। অন্যদিকে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রীকে শুভ জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানানোর সঙ্গে সঙ্গে তাঁর দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য প্রার্থনা করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে দেশের সঙ্গে বিদেশ থেকেও এসেছে শুভেচ্ছা বার্তা। জানা গেছে, জন্মদিনে প্রধানমন্ত্রীর প্রশংসা করে একটি চিঠি পাঠিয়েছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। চিঠিতে তিনি লিখেছেন, সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর কাজকর্ম আন্তর্জাতিক মহলে অত্যন্ত প্রশংসিত৷ তাই তাঁর সুযোগ্য নেতৃত্বে ভারত সাফল্যের সঙ্গে সামাজিক-অর্থনৈতিক, বিজ্ঞান এবং প্রযুক্তিগত উন্নয়নের দিকে এগিয়ে চলেছে৷ সেই সঙ্গে রাশিয়া আর ভারত এই দু’দেশের মধ্যে সম্পর্ককে আরও শক্তিশালী করার পিছনেও মোদির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে৷ তাই ভারত আর রাশিয়ার মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে, তাকে তিনি সম্মান করেন। এবং ভবিষ্যতেও আলোচনা এবং কাজের মাধ্যমে দু’দেশের দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে কাজ করে যাবেন৷ তাই মন থেকে তিনি প্রধানমন্ত্রীর সুস্থতা, আনন্দ এবং সাফল্য কামনা করছেন।

তবে সেই সঙ্গে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও টুইট করে প্রধানমন্ত্রীকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে তিনি লিখেছেন, মোদিজি ভারতের ঐতিহ্য, মূল্যবোধ ও গণতন্ত্রের পরম্পরাকে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি সর্বদা সুস্থ ও আনন্দে থাকুন এটাই কাম্য। তবে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশসেবা ও গরিব মানুষের কল্যাণে নিযুক্ত দেশের মহান নেতা হিসেবে প্রধানমন্ত্রীকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানিয়েছেন। কয়েক দশক ধরে নিজেদের অধিকার থেকে বঞ্চিত মানুষকে তিনি যেভাবে প্রাপ্য অধিকার দিয়েছেন তা প্রশংসনীয়। এছাড়া শক্তিশালী, সুরক্ষিত ও আত্মনির্ভর ভারত তৈরি জন্য নরেন্দ্র মোদি নিজেকে সমর্পণ করেছেন। তাই সেই ব্যক্তিত্বের জন্মদিনের শুভেচ্ছা। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত সমৃদ্ধ হয়েছে। তাই তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবনের জন্য তিনি কামনা করেছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!