এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > প্রাইমারি দুর্নীতিতে চাকরি থেকে বরখাস্ত ২৬৯ জন শিক্ষক ! সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের !

প্রাইমারি দুর্নীতিতে চাকরি থেকে বরখাস্ত ২৬৯ জন শিক্ষক ! সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  সম্প্রতি এসএসসির পর প্রাইমারিতে দুর্নীতি  কে কেন্দ্র করে চরম অসস্তির মুখে রাজ্য সরকার ।  ২০১৪ সালের টেট কে কেন্দ্র করে এর আগেও বহুবার বিতর্ক হয়েছিল প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অস্বচ্ছতা নিয়ে ।  মূলত ২০১৪ সালের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল প্রাইমারি টেট এর জন্য এরপর ধাপে ধাপে বেশকিছু নিয়োগ করা হয়েছিল যদিও ২০১৭  সালে বেশ কেয়ক হাজার শিক্ষক নিয়োগ করেছিল প্রাথমিক শিক্ষা সংসদ কিন্তু অভিযোগ ওঠে এই নিয়োগে অনেকে রয়েছে এমন যাদের কোন নথিপত্র নেই বা পরীক্ষা  উত্তীর্ণ হয়নি এমন ক্যান্ডিডেট চাকরি করছেন বহালতবিয়তে ।

 আর এর মধ্যে ২০১৪ সালের নিয়োগে সিবিআই তদন্তের পাশাপাশি ২৬৯ জনের প্রাইমারি শিক্ষককে বরখাস্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট এবং ঐ শিক্ষকরা নিজেদের স্কুলে কাল থেকে প্রবেশ করতে পারবেন না  বলে  জানানো  হয়েছে । এছাড়া  প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য এবং পর্ষদের সচিবকে আজ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে সিবিআই দফতরে গিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি আগামীতে কোন দিকে গড়ায় সে দিকে নজর থাকবে সকলের । 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!