এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রাইমারিতে দুর্নীতি !শাসকদলের বিড়ম্বনা বাড়িয়ে বিস্ফোরক তথ্য ফাঁসের হুঁশিয়ারি শুভেন্দুর!

প্রাইমারিতে দুর্নীতি !শাসকদলের বিড়ম্বনা বাড়িয়ে বিস্ফোরক তথ্য ফাঁসের হুঁশিয়ারি শুভেন্দুর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-   সম্প্রতি এসএসসি মামলা কে কেন্দ্র করে চরম অসস্তির মুখে রাজ্য সরকার যেখানে রাজ্যের শাসকদলের বেশকিছু হেভিওয়েট নেতা কে এসএসসি মামলায় অনিয়মের অভিযোগে তদন্তের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের মুখোমুখি হতে হয়েছে । অপরদিকে এই পরিস্থিতির মধ্যেই রাজ্যের অস্বস্তির মাত্রাকে বাড়িয়ে দিয়ে এসএসসি পরে প্রাইমারি নিয়োগের দুর্নীতির অভিযোগ তুলে বিস্ফোরক মন্তব্য করে বসলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

সূত্রের খবর জানা যায় এদিন প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ তুলে তিনি জানান প্রচুর পরিমাণে নিয়মবহির্ভূত ভাবে  শিক্ষক নিয়োগ করা হয়েছে যার তালিকা তিনি সময় মত প্রকাশ করবেন বলে জানান । এদিন মালদার একটি জনসভা থেকে তিনি এসএসসি দুর্নীতির পরে প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির কথা সামনে  তুলে আনার জন্য বলেন  “বাংলায় চাকরির দাবিতে আন্দোলন তীব্র থেকে তীব্রতর করতে হবে। এসএসসি দুর্নীতির পরে প্রাইমারির দুর্নীতি সামনে আনতে হবে। প্রয়োজনে মামলা করতে হবে। তৃণমূলের নেতা, মন্ত্রীরা স্বপন দেবনাথ মন্ত্রী, তাঁর বাড়িতে দুটো চাকরি। ক’জনের নাম বলবো? উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় অন্তত কয়েক’শ তৃণমূল নেতা- নেত্রী আছে, যাদের পরিবারে ২০১৪ সালের প্রাইমারি পরীক্ষায় পাস না করা সত্বেও, বেসিক ট্রেনিং না থাকা সত্ত্বেও, টেট উত্তীর্ন না হওয়া সত্বেও চাকরি নিয়েছেন, তার তালিকা সঠিক সময়ে প্রকাশ করব। তাই চোর ধরো জেলে ভরো এই দাবিকে আরও জোরদার করতে হবে।”

এই প্রসঙ্গে এদিন তিনি আরো বলেন “একাধিক জ্বলন্ত ইস্যু নিয়ে আমাদের লড়াই চালাতে হয়। তারমধ্যে একটা হল চাকরি ক্ষেত্রে সর্বাধিক দুর্নীতি। এই জেলাতেও চাকরি বিক্রি করেছে। এখনও এই জেলায় একজন তৃণমূল সভাপতি আইসিডিএসের চাকরি দেবেন বলে টাকা তুলছেন। আমি ওদের ঘরেই ছিলাম। সবের তালিকা আছে। কত দুর্নীতি হয়েছে জানি আমি। এই জেলাতে টাকা নিয়ে ক’জন চাকরি বিক্রি করেছে। চাকরি দিতে পারেননি বলে কালিয়াচক থেকে একেবারে রতুয়া পর্যন্ত ঘরছাড়া হয়ে আছেন। তৃণমূল আর পুলিশকে নিয়ে বেঁচে আছেন, সেটাও আমরা জানি। তাই চোর ধরো জেলে ভরো। পরেশ অধিকারীর মেয়ে চাকরি পায়, কিন্তু ৯০ লক্ষ শিক্ষিত বেকার যুবক-যুবতী চাকরি পায় না।’ সব মলিয়ে আগামীতে গোটা পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর সকলের । 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!