এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > দিল্লির কৃষক আন্দোলনের আগুনে আঁচ এবার বাংলার বুকেও! বামেদের হাত ধরে তান্ডব বিভিন্ন প্রান্তে

দিল্লির কৃষক আন্দোলনের আগুনে আঁচ এবার বাংলার বুকেও! বামেদের হাত ধরে তান্ডব বিভিন্ন প্রান্তে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  গতকাল প্রজাতন্ত্র দিবসের দিনে কেন্দ্রীয় নয়া তিন কৃষি আইনের প্রতিবাদে দিল্লিতে চলে ট্রাক্টর মিছিল। নয়াকৃষি আইনের বিরুদ্ধে প্রায় দু’মাস ধরে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষুব্ধ কৃষকেরা। একাধিকবার কেন্দ্রের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার পরও সমস্যার কোনো সমাধান হয়নি। কেন্দ্রীয় নয়া তিন কৃষি আইনের প্রতিবাদে গতকাল দিল্লিতে কৃষকদের ট্রাক্টর মিছিল চলে। লালকেল্লাতে উড়তে দেখা গেল কৃষক সংগঠনের পতাকা। গতকাল দিল্লির ধাঁচে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় চলল বামেদের পদযাত্রা ও ট্রাক্টার মিছিল।

গতকাল বীরভূম জেলার তিনটি ব্লকে ট্রাক্টর মিছিল করল বাম নেতৃত্ব। এই মিছিল থেকে কেন্দ্রীয় নয়া কৃষি আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হলো। এই আইন অবিলম্বে বাতিলের দাবি জানানো হলো। একদিকে যেমন নয়া কৃষি আইন বাতিলের দাবি জানানো হলো, অন্যদিকে তেমনি রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হলো। গতকাল বোলপুরের শিবপুরে ট্রাক্টার মিছিলের আয়োজন করা হয়েছিল। যে মিছিল থেকে শিবপুরের বিতর্কিত জমি ফিরিয়ে দেয়ার দাবি জানালো বাম নেতৃত্ব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি, এই জমি রাজ্য সরকারের অধীনস্থ। অভিযোগ উঠেছে, শিল্প গড়ার প্রতিশ্রুতি দিয়ে এই জমি রাজ্য সরকার অধিগ্রহণ করেছিল, তবে, প্রতিশ্রুতি দিলেও জমিতে কোন শিল্প গড়ে ওঠেনি। বীরভূমের সিউড়িতে গতকাল ট্রাক্টর মিছিলের আয়োজন করা হলো বাম নেতৃত্বের পক্ষ থেকে। মিছিল থেকে বাম কর্মী সমর্থকরা অভিযোগ জানালেন যে, কেন্দ্রীয় সরকারের নয়া তিন কৃষি আইন কর্পোরেট সংস্থাগুলির স্বার্থ রক্ষার উদ্দেশ্যে করা হয়েছে। এই আইন অবিলম্বে বাতিল করা হোক। এই আইন যদি বাতিল না হয়, তবে আগামী দিনে কৃষকরা ছাড়াও দেশের সমস্ত মানুষ সংকটে পড়তে চলেছেন।

গতকাল পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর, রানীগঞ্জ, পানাগড় থেকে কেন্দ্রীয় সরকারের নয়া তিন কৃষি আইন বাতিলের দাবিতে বামেদের ট্রাক্টার মিছিল ও পদযাত্রা বের হয়। পানাগড় থেকে একটি ট্রাক্টার মিছিল বেরিয়েছিল। তবেই মিছিলটি পানাগড় বাজারের কাছে পুলিশ আটকে দেয়। সেখানে পুলিশের সঙ্গে বাম কর্মী-সমর্থকদের বচসা ও ধস্তাধস্তি দেখা যায়। গতকাল বাঁকুড়া জেলার ভেদুয়াসোলে কৃষকদের নিয়ে চলল বামেদের ট্রাক্টার মিছিল ও পদযাত্রা নেতৃত্ব দিলেন প্রাক্তন সিপিএম বিধায়ক। গতকাল সিপিএমের নেতৃত্বে উত্তর ২৪ পরগনা জেলার কাঁচরাপাড়াতে ট্রাক্টার মিছিল করা হয়।

গতকাল হাওড়ায় সিপিএমের নেতৃত্বে ১০ কিলোমিটার ট্রাক্টর মিছিল চলে। অবিলম্বে কেন্দ্রীয় নয়া কৃষি আইন বাতিলের দাবি জানানো হয়। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে সিপিএম নেতৃত্বের ট্রাক্টর মিছিল চলে। গতকাল দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু স্থানেও বামেদের মিছিল ও পদযাত্রা চলে। গতকাল জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্থানে ট্রাক্টর মিছিল ও পথ যাত্রা করলেন বাম নেতৃত্ব। এভাবে বামেদের উদ্যোগে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে চললো কেন্দ্রীয় নয়া তিন কৃষি আইনের বিরুদ্ধে ট্রাক্টার মিছিল ও পদযাত্রা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!