এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পরাজয়ের গ্লানি ঘোচাতে বড় টার্গেট উদয়নের! ফলাফলের মাঝেই বিরাট ঘোষণা!

পরাজয়ের গ্লানি ঘোচাতে বড় টার্গেট উদয়নের! ফলাফলের মাঝেই বিরাট ঘোষণা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সদ্য সমাপ্ত 2021 সালের বিধানসভা নির্বাচনে দিনহাটা বিধানসভা কেন্দ্রে বিজেপির নিশীথ প্রামাণিকের কাছে মাত্র 57 ভোটে পরাজিত হতে হয়েছিল তৃণমূলের উদয়ন গুহকে। সামান্য ভোটের ব্যবধানে এই পরাজয় কোনোমতেই মেনে নিতে পারেননি উদয়নবাবু থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীরা। তবে পরবর্তীতে তাদের কাছে বড় সুযোগ চলে আসে। যেখানে নিশীথ প্রামাণিক সাংসদ পদে থাকার সিদ্ধান্ত নেওয়ার কারণে বিধায়ক পদে ইস্তফা দেন। আর তারপরেই দিনহাটা বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়।

আজ রাজ্যের দিনহাটা সহ আরও তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষণা হবে। ইতিমধ্যেই সব কেন্দ্রে এগিয়ে রয়েছেন শাসকদলের প্রার্থীরা। তবে ফলাফল ঘোষণার মাঝেই বড় আশা প্রকাশ করলেন দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। 57 ভোটের যে পরাজয়ের গ্লানি ছিল, তাকে ঘোচাতে এবার এক লক্ষ ভোট পাওয়ার দিকে তৃণমূল কংগ্রেস এগিয়ে যাচ্ছে বলে জানিয়ে দিলেন তিনি।

বলা বাহুল্য, ইতিমধ্যেই চতুর্থ রাউন্ডের গণনা শেষে প্রায় 29 হাজারের মতো ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। আর তার মাঝেই তিনি কত ভোটে জয়লাভ করবেন, সেই ব্যাপারে রীতিমতো মার্জিন বেঁধে দিয়েছেন উদয়ন গুহ। এদিন এই প্রসঙ্গে দিনহাটার তৃণমূল প্রার্থী বলেন, “গতবার 57 ভোটে হেরে ছিলাম। হয়তো কপাল খারাপ ছিল। এবার আমাদের প্রথম থেকেই টার্গেট ছিল, 57 ভোটে হেরেছি, 57 হাজার ভোটে জিততে হবে। পরবর্তীতে টার্গেট বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষ। আমরা সেই দিকেই এগোচ্ছি।” অর্থাৎ এবার এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী জয়ের ব্যাপারে যে একশো শতাংশ নিশ্চিত, তা বলার অপেক্ষা রাখে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, মাত্র 57 ভোটের পরাজয় কোনোমতেই মেনে নিতে পারেননি দিনহাটা তৃণমূলের নেতাকর্মীরা। তাই উপনির্বাচনের দামামা বাজার সঙ্গে সঙ্গে তারা জোর কদমে ময়দানে নেমে পড়েছিলেন। কোনভাবেই যাতে এখানে তৃণমূল প্রার্থী পরাজিত না হয়, তার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন শাসক দলের নেতা থেকে শুরু করে কর্মী সমর্থকরা। আর চতুর্থ রাউন্ড গণনার শেষে যখন ধীরে ধীরে তৃণমূল প্রার্থী বিজেপি প্রার্থীকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছেন, ঠিক তখনই এক লক্ষ ভোটের ব্যবধানে জয়ের লক্ষ্যে তারা এগোচ্ছেন বলে দাবি করলেন উদয়ন গুহ। তবে শেষ পর্যন্ত কত ভোটের ব্যবধানে জয়লাভ করেন তৃণমূল প্রার্থী, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!