এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রকাশ্য রাস্তায় ছুরিকাহত তৃণমূল নেতা, অভিযোগের তীর বিজেপির দিকে

প্রকাশ্য রাস্তায় ছুরিকাহত তৃণমূল নেতা, অভিযোগের তীর বিজেপির দিকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রকাশ্য রাস্তায় ছুরিকাহত তৃণমূল বুথ সভাপতি। ঘটনার সাথে রাজনৈতিক যোগ নাকি ব্যক্তিগত শত্রুতা তাই নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। রাজ্য রাজনীতিতে তৃণমূল এবং বিজেপি একে অপরের প্রবল প্রতিপক্ষ বলেই পরিচিত। তবে রাজনৈতিক যুদ্ধ যাতে ব্যক্তিগত পরিসরে না আসে, সে কথা বারবার দু’দলের তরফ থেকেই বলা হয়। তবে এই বলায় যে মোটেই কাজ হয়না, সে কথা আবারও প্রমাণিত হলো বীরভূমে। জানা গিয়েছে, প্রকাশ্যেই তৃণমূলের বুথ সভাপতিকে এবার খুনের চেষ্টা করা হলো। আর তাই নিয়ে আতঙ্ক ছড়িয়েছে এলাকাতে।

সূত্রের খবর, বীরভূমের তৃণমূল বুথ সভাপতি হলেন বাসুদেব মন্ডল। তাঁকে সম্প্রতি খুনের চেষ্টা করা হয়েছে এবং এই অভিযোগ উঠেছে এলাকারই বিজেপি নেতার ভাইয়ের বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই এই অভিযোগের ভিত্তিতে দু’দলের মধ্যেই ব্যাপক চাপানউতোর শুরু হয়েছে। কার্যত জানা যাচ্ছে, বুথ সভাপতি বাসুদেব মন্ডলকে প্রকাশ্য রাস্তায় রাজনগরের পূর্ব বাজারে আচমকাই ছুরিকাঘাত করে পল্টু নামক এক ব্যক্তি। সাথে সাথেই তৃণমূল বুথ সভাপতি বাসুদেব মন্ডলকে আহত অবস্থায় নিকটবর্তী রাজনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রথমে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, ছুরি দিয়ে বাসুদেব মন্ডল এর গলায় আঘাত করা হয়েছে। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তি পল্টু ঘটনার পর সেখান থেকে পালিয়ে যায়। আহত তৃণমূল বুথ সভাপতি অভিযোগ করেছেন, পল্টুর দাদা যেহেতু বিজেপি নেতা, তাই দাদার আদেশে ভাই তাঁকে মারতে এসেছিল। যদিও স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, পুরনো ঘটনার জেরে বাসুদেব মন্ডলের ওপর হামলা চালিয়েছে পল্টু। অন্যদিকে পালিয়ে গেলেও পল্টু ইতিমধ্যেই রাজনগর থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে।

পুলিশি সূত্রে জানা যাচ্ছে, পল্টুর স্ত্রী কিছুদিন আগে স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা করে। সেই সময় মামলা করার জন্য বাসুদেব মন্ডল পল্টুর স্ত্রীকে সাহায্য করেছিলেন। আর সেই রাগ থেকেই বাসুদেবের ওপর হামলা চালিয়েছে পল্টু বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। আপাতত এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আপাতত রাজনৈতিক চাপানউতোর রুখতে এলাকায় পুলিশি টহল চলছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!