এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রাক্তন কমিশনার রাজীব কুমারের খোঁজ নেই কে খোঁজ দিতে পারেন জানালেন মুকুল রায় – জেনে নিন বিস্তারিত

প্রাক্তন কমিশনার রাজীব কুমারের খোঁজ নেই কে খোঁজ দিতে পারেন জানালেন মুকুল রায় – জেনে নিন বিস্তারিত


সারদা চিটফান্ড মামলায় প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার আবারও একবার সিবিআইয়ের তলব এড়ালেন। সিবিআই এর অভিযোগ সারদা চিটফান্ড তদন্তের মামলায় এই প্রাক্তন পুলিশ কমিশনার মামলার বহু তথ্য প্রমাণ নষ্ট করে দেন। এই অভিযোগের ভিত্তিতে হাইকোর্টে একটি মামলা চলছিল, সিবিআই ভার্সেস রাজীব কুমার। মামলায় সিবিআই জেতে এবং রাজীব কুমারের ওপর থেকে গ্রেপ্তারির রক্ষাকবচটি উঠে যায় এবং তারপরই তাঁকে সিবিআই-এর অফিসে তলব করা হয়।

শনিবার সিবিআইয়ের হাজিরার নোটিশে সাড়া দিলেন না কলকাতার প্রাক্তন নগরপাল রাজীব কুমার। পরিবর্তে, স্ত্রীর অসুস্থতা দেখিয়ে এক মাস সময় চাইলেন সিবিআইয়ের কাছ থেকে ইমেইল মারফত।

অন্যদিকে, শুক্রবার হাইকোর্ট রাজীব কুমার এর উপর থেকে গ্রেফতারি এড়ানোর রক্ষাকবচ টি তুলে নেয় এবং তার পরেই রাজীবের বাড়িতে তাঁর খোঁজে চলে আসে সিবিআই। কিন্তু বাড়িতে রাজীব কুমারকে পাওয়া যায় না। সামনে আসেন ওঁনার স্ত্রী। অগত্যা তার স্ত্রীর হাতেই সিবিআই-এর অফিসে রাজীব কুমারের হাজিরার নোটিশটি যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই ঘটনায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে মুকুল রায় বলেছেন, “রাজীবকে জেরা করার ক্ষেত্রে সরকারি কাজে বাধা দিয়েছেন মমতা। উর্দি পরিহিত অফিসারদের নিয়ে ধর্ণা দিয়েছিলেন মমতা। রাজীব কোথায়, কেউ জবাব দিতে পারবে না। এটা উনিই পারবেন।”

রাজীব কুমারের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নিতে সিবিআই আইনজীবির শরণাপন্ন হয়েছেন। তবে রাজীব কুমারকে নিয়ে সিবিআই এর তরফ থেকে কোনো প্রশ্নের উত্তর পাওয়া যায়নি।

রাজীব কুমার কে নিয়ে সিবিআই এর পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে, তার দিকে তাকিয়ে সমগ্র রাজনৈতিক মহল। বিরোধীদের দাবি, এভাবে পালিয়ে আর কত দিন বাঁচবেন রাজীব কুমার??

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!