এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রাক্তন রাজ্য বিজেপির বিস্ফোরক টুইটের উত্তরে সৌজন্য দেখালেন তৃণমূল নেত্রী

প্রাক্তন রাজ্য বিজেপির বিস্ফোরক টুইটের উত্তরে সৌজন্য দেখালেন তৃণমূল নেত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে রাজ্য বিজেপি নেতাদের কাছে অন্যতম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন তথাগত রায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মূলত একুশের বিধানসভা নির্বাচনে হারের পর রাজ্য বিজেপি নেতাদের রাজ্য বিজেপির দায়িত্বে যেসব নেতারা ছিলেন, তাঁদেরকে মুহুর্মুহু আক্রমণ করে গিয়েছেন সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি। গতকালও এরকমই একটি টুইট করেন বিজেপি নেতা তথাগত রায়। আর তার উত্তরে সৌজন্য দেখিয়ে পাল্টা টুইট করলেন তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

তথাগত রায় দাবি করেছেন, বেশকিছু বিজেপি কর্মী তাঁর কাছে এসে দরবার করেছেন, ভোটের পর রাজনৈতিক হিংসার কারণে তাঁরা বাড়ি ফিরতে পারছেন না। রীতিমত চোখের জলে ভাসছে তাঁরা। আর এই সময় কোন বিজেপি নেতাদের পাওয়া যাচ্ছেনা। বিজেপি নেতাদের নামের আদ্যাক্ষর ব্যবহার করে তথাগত রায় ক্ষোভ উগরে দিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, শিব প্রকাশ এবং দিলীপ ঘোষের বিরুদ্ধে। তথাগত রায়ের সেই টুইটের পরিপ্রেক্ষিতেই এবার রাজনৈতিক সৌজন্যের নজির রাখলেন রাজ্যের অন্যতম তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন তথাগত রায় টুইটের উত্তরে চন্দ্রিমা ভট্টাচার্য জানান, তৃণমূলের পক্ষ থেকে ঘরছাড়াদের বাড়ি ফেরানোর চেষ্টা হবে। চন্দ্রিমা ভট্টাচার্য এদিন তথাগত রায়কে স্যার সম্মোধন করে ঘরছাড়াদের বিস্তারিত তথ্য চেয়েছেন। পাশাপাশি চন্দ্রিমা ভট্টাচার্য জানান- যারা এ ধরনের অন্যায় করছে, তাঁদের শাস্তির বন্দোবস্ত করা হবে। পাশাপাশি তথাগত রায় এই সৌজন্যের কারণে চন্দ্রিমা ভট্টাচার্যকেও ধন্যবাদ জানাতে ভোলেননি। অন্যদিকে গতকাল তথাগত রায়ের বিস্ফোরক টুইট সামনে আসায় গেরুয়া শিবিরে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে তীব্র অস্বস্তি।

প্রসঙ্গত, বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়ের যে এবারের বিজেপির ভোট পরিচালন পদ্ধতি মোটেই পছন্দ হচ্ছেনা, তা বিভিন্ন সময়ে বুঝিয়েছেন। পাশাপাশি তথাগত রায়কে টুইটের উত্তর দিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য যে সৌজন্য দেখিয়েছেন, তার পেছনে অবশ্য রাজনৈতিক মহল অন্য হিসাব কষছে।  তবে বিশেষজ্ঞদের মতে, ভোট মিটে যাওয়ার পর থেকেই রাজ্যজুড়ে শোনা যাচ্ছে রাজনৈতিক হিংসার কথা। সেক্ষেত্রে অবশ্যই প্রশাসনিক পদক্ষেপের প্রয়োজন। তাই চন্দ্রিমা ভট্টাচার্য যে আশ্বাস দিয়েছেন, তা কতদূর ফলপ্রসূ হয় সেদিকেই এখন নজর সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!