এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলার একাধিক প্রাক্তন সাংসদ সম্পর্কে জরুরি ভিত্তিতে নথির খোঁজ প্রশাসনের, জানুন বিস্তারে

বাংলার একাধিক প্রাক্তন সাংসদ সম্পর্কে জরুরি ভিত্তিতে নথির খোঁজ প্রশাসনের, জানুন বিস্তারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন প্রাক্তন সাংসদ সম্পর্কে নথি তলব করল লোকসভা। যার ফলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি লোকসভা থেকে একটি চিঠি আসে নবান্নে। যেখানে নবান্ন থেকে সেই চিঠির প্রতিলিপি জেলা প্রশাসনের সদর দপ্তরগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে। জানা গেছে, প্রথম থেকে পঞ্চম লোকসভার মধ্যেকার সময় যারা সাংসদ ছিলেন, তার মধ্যে এই রাজ্যের 55 জন প্রাক্তন সাংসদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে লোকসভায় রেকর্ডের সঠিক তথ্য নেই। এক্ষেত্রে তারা জীবিত না মৃত, তার নথিও নেই। তাই এই তথ্য নথিভুক্তকরণের জন্যই লোকসভার তরফ থেকেই তা রাজ্য প্রশাসনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে খবর।

তবে কারা কারা এই চিঠি পেলেন? জানা গেছে, রাজ্যের এই 55 জন প্রাক্তন সাংসদের মধ্যে প্রথম লোকসভার সদস্য ছিলেন 13 জন, দ্বিতীয় লোকসভার 8 জন, তৃতীয় লোকসভার 13 জন, চতুর্থ লোকসভার 9 জন এবং পঞ্চম লোকসভার 12 জন। এক্ষেত্রে প্রাক্তন সাংসদের মধ্যে অবিভক্ত মেদিনীপুরের সুভাষচন্দ্র হাঁসদা এবং অমিয়কুমার কিস্কুর নাম রয়েছে। তবে দুজনই এখন প্রয়াত। তাই তাদের মৃত্যুর শংসাপত্র জোগাড় করা নিয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, অমিয়বাবু 1989 সালে এবং সুভাষচন্দ্র 2004 সালে প্রয়াত হয়েছেন। অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে পঞ্চম লোকসভার সময় পর্যন্ত বাংলার প্রাক্তন 55 জন সাংসদের বর্তমান পরিস্থিতি নিয়ে এবার তথ্য জানতে চাওয়ার উদ্যোগ নিল লোকসভা। এদিন এই প্রসঙ্গে জেলা প্রশাসনের একাধিক বলেন, “প্রাক্তন সাংসদের মৃত্যুর শংসাপত্রের প্রতিলিপি সহ উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে যে রিপোর্ট পাঠানোর, তা পাঠানো হবে।”

বিশেষজ্ঞরা বলছেন, সাংসদ প্রাক্তন হয়ে গেলেও তিনি অনেক সুযোগ সুবিধা পান। ফলে লোকসভা কর্তৃপক্ষের কাছে যদি সেই সমস্ত প্রাক্তন জনপ্রতিনিধিদের সম্পর্কে সঠিক তথ্য না থাকে, তাহলে অনেক সমস্যা হতে পারে। তাই এক্ষেত্রে পঞ্চম লোকসভা পর্যন্ত বাংলার প্রাক্তন 55 জন সাংসদ সম্পর্কে এবার তথ্য জোগাড়ের উদ্যোগ নিল লোকসভা। সব মিলিয়ে এই ব্যাপারে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে লোকসভায় কি তথ্য পাঠানো হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!