এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > প্রাক্তন মুখ্যমন্ত্রীর ‘পায়ের ধুলোর যোগ্য নন’ বর্তমান? হেভিওয়েট বিধায়কের মন্তব্যে বিতর্ক

প্রাক্তন মুখ্যমন্ত্রীর ‘পায়ের ধুলোর যোগ্য নন’ বর্তমান? হেভিওয়েট বিধায়কের মন্তব্যে বিতর্ক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজনৈতিক লড়াইয়ে জিততে গিয়ে মাঝেমধ্যেই বিভিন্ন দলের রাজনৈতিক নেতা-নেত্রীরা আক্রমণের সুরকে চরম শিখরে নিয়ে গিয়ে পৌঁছে দেন। কিন্তু আক্রমণ করতে গিয়ে তারা অনেক সময় শালীনতার মাত্রাকেও অতিক্রম করে ফেলেন। ইতিমধ্যেই 28 টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে কেন্দ্র করে মধ্যপ্রদেশের রাজনীতিতে উত্তেজনার পারদ ক্রমশ চড়তে শুরু করেছে।

আর এই পরিস্থিতিতে বিজেপি এবং কংগ্রেস একে অপরকে আক্রমণ করতে ব্যস্ত। এবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে ব্যক্তিগত আক্রমণ করে বিতর্কে জড়িয়ে পড়লেন মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়ক জিতু পাটোয়ারী। যাকে নিয়ে মধ্যপ্রদেশের নির্বাচনের আগে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কিন্তু কি এমন বললেন এই কংগ্রেস বিধায়ক?

সূত্রের খবর, শনিবার দলীয় প্রার্থীর হয়ে প্রচার করেন এই জিতু পাটোয়ারী। যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের প্রশংসা করে বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। আর সেই আক্রমণ করতে গিয়ে কিছুটা ব্যক্তিগত আক্রমণে বিধতে দেখা যায় এই কংগ্রেস নেতাকে। তিনি বলেন, “অনিল, মুকেশ আম্বানি কিংবা রতন টাটা বড় বড় শিল্পপতিদের নাম আমরা সবাই শুনেছি। কমলনাথ সহজেই তাদের ফোন করলে সহজেই পেয়ে যাবেন। এটাই কমলনাথের ব্যক্তিত্ব। শিবরাজ সিং চৌহান কমলনাথের পায়ের ধুলো যোগ্য নন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিক ভাবেই রাজনৈতিক লড়াইয়ের মাঝেও যেভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে বর্তমান মুখ্যমন্ত্রী তুলনা করে শালীনতার মাত্রা অতিক্রম করলেন এই কংগ্রেস বিধায়ক, তাতে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকে বলছেন, বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে নিয়ে যে বিতর্কই থাক না কেন, তিনি তো মানুষের ভোটে নির্বাচিত। সেক্ষেত্রে “প্রাক্তন মুখ্যমন্ত্রীর পায়ের ধুলো যোগ্য নন” বলে কংগ্রেস বিধায়ক যে মন্তব্য করলেন, তা কি জনতার রায়কে অমান্য করা নয়! এখন সেই ব্যাপারে প্রশ্ন তুলতে শুরু করেছেন একাংশ।

বিশেষজ্ঞরা বলছেন, প্রথম থেকেই এই নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেসের অস্বস্তি বৃদ্ধি পেতে শুরু করেছিল। যেখানে কিছুদিন আগেই এখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ এক বিজেপি নেত্রীকে “আইটেম” বলে তার বিতর্ক বাড়িয়ে দিয়েছিলেন। যার পরবর্তীতে মাঠে নেমে সেই পরিস্থিতিতে শান্ত করতে উদ্যত হন কংগ্রেসের রাহুল গান্ধী।

আর এরই মাঝে এবার আরেক কংগ্রেস বিধায়ক বর্তমান মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করে যে কথা বললেন, তা নিঃসন্দেহে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। আর বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস বিধায়কের এই মন্তব্যকে হাতিয়ার করে বিজেপি যে হাত শিবিরের অস্বস্তি অনেকটাই বাড়িয়ে দিতে উদ্যত হবে, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহল। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!