এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রাণ কেড়ে নিল করোনা, প্রয়াত দেশের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল!

প্রাণ কেড়ে নিল করোনা, প্রয়াত দেশের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভয়াবহ আকার ধারণ করেছে দেশের করোনা ভাইরাস। প্রথম পর্যায়ে এই ভাইরাসকে কিছুটা হলেও দমানো গেলেও, এক বছর পেরোতে না পেরোতেই আবার সেই ভাইরাস মাথাচাড়া দিতে শুরু করেছে। বর্তমানে দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। পরিস্থিতি সামলানোর জন্য প্রতি মুহূর্তে চেষ্টা করে চলেছেন চিকিৎসক থেকে শুরু করে সরকার। কিন্তু তা সত্ত্বেও আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা আটকানো যাচ্ছে না কিছুতেই।

ইতিমধ্যেই একাধিক বিশিষ্ট ব্যক্তি এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। অনেকে আবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আর এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন দেশের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল। যে ঘটনায় ব্যাপক শোকের আবহ তৈরি হয়েছে গোটা দেশজুড়ে।

সূত্রের খবর, বেশ কিছুদিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন দেশের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সোলি সোরাবজি। যার পর দিল্লির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু শুক্রবার সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুপ্রিমকোর্টের এই প্রাক্তন আইনজীবী। জানা গেছে, মৃত্যুকালে তার বয়স হয়েছিল 91 বছর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলাবাহুল্য, রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার রক্ষা সংক্রান্ত কমিশনের চেয়ারম্যান পদে ছিলেন সোলা সোরাবজি। বাক স্বাধীনতার অধিকার এবং সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে একাধিক মামলায় জামিনে ছিলেন প্রাক্তন এই আইনজীবী। কিন্তু আইনের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে জয় আনলেও, করোনা ভাইরাসকে পরাজিত করে সুস্থ হয়ে উঠতে পারলেন না তিনি।

বলা বাহুল্য, যেভাবে করোনা ভাইরাস বাড়তে শুরু করেছে, তাতে সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করার কথা বলা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও বেশ কিছু ঘাটতি সামনে আসতে শুরু করেছে। বিভিন্ন রাজ্যে নাইট কার্ফু থেকে শুরু করে লকডাউনের মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই পরিস্থিতিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশের অ্যাটর্নি জেনারেলের মৃত্যু ব্যাপক আতঙ্ক এবং শোকের আবহ তৈরি করল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!