এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রাণনাশের আশঙ্কা থেকে হেলমেট পরিধান হেভিওয়েট তৃণমূল প্রার্থীর

প্রাণনাশের আশঙ্কা থেকে হেলমেট পরিধান হেভিওয়েট তৃণমূল প্রার্থীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে মন্তেশ্বর কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী করা হয়েছে সিদ্দিকুল্লা চৌধুরীকে। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন সৈকত পাঁজা। আবার এই কেন্দ্র থেকে সিপিএমের প্রার্থী হয়েছেন অনুপম ঘোষ। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিল তৃণমূল। তবে, আজ তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরীকে প্রাণনাশের ভয়ে হেলমেট পরে বাইরে বের হতে দেখা গেল।

আজ সকালে মাথায় হেলমেট পরে বাইরে এলেন সিদ্দিকুল্লা চৌধুরী। তিনি অভিযোগ করেছেন, তাঁর ওপরে আক্রমণের সম্ভাবনা আছে। লাঠি, রড দিয়ে তাঁর ওপর আক্রমণ চালাতে পারে বিজেপি। তাঁর অভিযোগ, বিজেপি কর্মীরা তাঁর উপরে ইট বৃষ্টিও চালাতে পারে। এ কারণে মাথা বাঁচাতে হেলমেট পরেছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সিদ্দিকুল্লা চৌধুরী অভিযোগ করেছেন, বিজেপি হল উশৃংখল ও মিথ্যাবাদীদের দল। বিজেপি যা খুশি তাই করতে পারে। তিনি অভিযোগ করেছেন, তৃণমূলের ৪ জন কর্মীকে মারধর করে, তাদের হাত-পা ভেঙে দিয়েছে বিজেপির কর্মী-সমর্থকেরা। তাই, শেষপর্যন্ত নিজেকে বাঁচাতে হেলমেট পরে নিয়েছেন তিনি।

অন্যদিকে, আজ বিধান নগরের শান্তিনগর এলাকা তৃণমূল ও বিজেপির তীব্র সংঘর্ষে একেবারে রণক্ষেত্রের রূপ নেয়। তৃণমূল, বিজেপির মধ্যে চলে বচসা, ধস্তাধস্তি, ইট বৃষ্টি। বিজেপি অভিযোগ করেছে, তৃণমূলের পক্ষ থেকে হুমকি দেয়া হয়েছিল। তৃণমূলের অভিযোগ, বিজেপি অবৈধ জমায়েত করেছিল। প্রথমে বচসা, তারপর হাতাহাতি, তারপর ইট ছোড়াছুড়ি শুরু হয়। দুদলের বেশ কয়েকজন আহত হন। ঘটনাস্থলে পৌঁছান বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত। তিনি অভিযোগ করেছেন, এসমস্ত ইচ্ছাকৃতভাবে করাচ্ছে তৃণমূল, পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!