এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রণব মুখার্জির আরএসএসের সভায় যোগদান নিয়ে মুখ বন্ধ পুত্রের, বাড়ছে জল্পনা

প্রণব মুখার্জির আরএসএসের সভায় যোগদান নিয়ে মুখ বন্ধ পুত্রের, বাড়ছে জল্পনা


এই মহূর্তে সক্রিয় রাজনীতির বাইরে থাকলেও দিন পনের ধারাবাহিক ভাবেই সংবাদ শিরোনামে উঠে এসেছে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের নাম। চলতি মাসে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের সমাবর্তনী অনুষ্ঠানে প্রণব মুখোপাধ্যায়ের আমন্ত্রন এবং উপস্থিতিকে কেন্দ্র করে জাতীয় রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। প্রাক্তন রাষ্ট্রপতির কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় অবধি তাঁর পিতা প্রণব মুখোপাধ্যায়ের সমালোচনায় নিয়োজিত হয়েছেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কিন্তু এত কিছুর পরেও রাষ্ট্রপতির পুত্র জঙ্গিপুরের সাংসদ অভিজিত্‍ মুখোপাধ্যায় এই ঘটনা প্রসঙ্গে  কার্যতই নিশ্চুপ রয়েছেন। একাধিকবার তাঁর সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও ফোন বন্ধ মিলেছে। এই বিষয়ে সাংসদের রাজনৈতিক সচিব বিপ্রদাস চক্রবর্তী বললেন ,”অভিজিত্‍বাবু এখন দিল্লিতে আছেন। সাংসদের ফোন বন্ধ থাকার জন্য বিপ্রদাসবাবুর যুক্তি, গত কালকের (বৃহস্পতিবার) পরিস্থিতি কী ছিল সেটা তো বুঝতেই পারছেন। ফোন খেলা রাখলে প্রচুর ফোন আসত, ওনাকে কমেন্ট করতে হত। হয়তো এসব সেকারণেই তিনি ফোন বন্ধ রেখেছেন। তবে সাধারণত ওনাকে সবসময় ফোনে পাওয়া যায়।” বিপ্রদাস বাবুকে এরপরে অভিজিত বাবুর এই নীরবতার কারণ প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি খুব স্পষ্টভাবেই বললেন , “দেখুন নিজের বাবার বিষয়ে ওনার আত্মবিশ্বাস আছে। তাই হয়তো বাইরে কিছু বলার প্রয়োজন মনে করছেন না। আর শর্মিষ্ঠা মুখোপাধ্যায় ও অভিজিত্‍ মুখোপাধ্যায়, দুজন আলাদা মানুষ। একটা বিষয়ে দুজনকে একই কাজ করতে হবে এই দাবি এটা গণতান্ত্রিক দেশে করা যায় না।” এই ঘটনার বিষয়ে জঙ্গিপুরের কংগ্রেস বিধায়ক আক্রুজ্জামান সাহেব বললেন, “এটা ওদের পিতা-পুত্রের ব্যাপার। এর উত্তর উনিই ভাল দিতে পারবেন। আমি এব্যাপারে কোনও মন্তব্য করব না।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!