এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রশংসার ঝড়! প্রাণের মায়া না করেই বুক সমান জলে নেমে, বন্যায় জনগণকে উদ্ধার বিজেপি বিধায়কের!

প্রশংসার ঝড়! প্রাণের মায়া না করেই বুক সমান জলে নেমে, বন্যায় জনগণকে উদ্ধার বিজেপি বিধায়কের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মানুষের দুর্দশার দিনে অনেক নেতাই পাশে থাকার কথা বলেন। অনেক ক্ষেত্রে হয়তো কাউকে কাউকে পাশে পাওয়াও যায়। কিন্তু বেশিরভাগ নেতাদের ক্ষেত্রেই মানুষের পাশে থাকার বার্তাটি শুধুমাত্র মুখেই থেকে যায়। সম্প্রতি আসাম জুড়ে তীব্র বন্যার ভ্রুকুটি দেখা দিয়েছে। বহু মানুষ ইতিমধ্যে বন্যা কবলিত হওয়ার কারণে হয়েছেন গৃহহীন। অনেকেই মৃত্যুর মুখে পড়েছেন। কিন্তু এসবের মাঝেই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে একটা ছোট্ট ভিডিও।

এবং এই ভিডিওটি বর্তমান সময়ে মন ভালো করার জন্য যথেষ্ট বলেই মনে করা হচ্ছে। আসামে বন্যা কবলিত মানুষদের উদ্ধার করার জন্য ইতিমধ্যে সেখানে এনডিআরএফ সমেত অন্যান্য সংগঠনগুলি দুর্গতদের উদ্ধারের কাজে নেমেছে। কিন্তু তার পাশাপাশি এদিন আসামের বিজেপি বিধায়ক মৃণাল সইকিয়াকে দেখা গেল মানুষের পাশে থেকে কাজে নামতে। এই মুহূর্তে আসাম রাজ্যে বহু জেলা বন্যাকবলিত, বহু মানুষ প্রাণ হারিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই এই ভিডিওটি বিধায়ক মৃণাল সইকিয়া নিজের টুইটারে শেয়ার করে এদিন জানান, তাঁর বিধানসভা এলাকায় বন্যার প্রকোপ চূড়ান্ত আকারে দেখা দিয়েছে। তাই সাধারণ মানুষের উদ্ধারকার্যে তিনি নিজেই নেমেছেন। সূত্রের খবর, ইতিমধ্যে বন্যার কবলে পড়ে আসামের লক্ষ্মীপুরের নাউবইচড়, বারপেটার বাজলি, বঙ্গাইগাঁও এর মানিকপুর, কাম্রুপের রাঙ্গিয়া, গোলাঘাটের বোকাঘাট আর সিবসাগরের এক একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। এই মুহূর্তে আসামে বন্যার কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 76। এখনো পর্যন্ত আসামের বন্যায় 27 টি জেলার 22 লক্ষ মানুষ বন্যা কবলিত হয়ে সর্বস্ব খুইয়েছেন।

অন্যদিকে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে রাজ্যের পূর্ব এলাকা থেকে বৃষ্টির তীব্রতা কমে যাবে। এবার বর্ষা যাচ্ছে দক্ষিণের দিকে। অন্যদিকে বিজেপি বিধায়ক মৃণাল সাইকিয়া যেভাবে দুর্দশাগ্রস্ত মানুষের পাশে থেকে কাজ করছেন, তা কিন্তু দেশজুড়ে ইতিমধ্যেই প্রশংসা পেতে শুরু করেছে। অনেকের কাছেই এটা একটা মন ভালো করা খবর। তবে সব কিছুতেই বিতর্ক থাকবে এবং বিতর্ক চলবেও। এক্ষেত্রেও তার অন্যথা হয়নি। তবে বিজেপি বিধায়কের পাশে থাকার ঘটনায় স্বাভাবিকভাবেই গেরুয়া শিবির উচ্ছ্বসিত।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!