এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রনববাবুকে যারা সবথেকে বেশি অপমান করেছেন, তারাই আজ মরা কান্না কাদছেন! বিস্ফোরক দিলীপ ঘোষ

প্রনববাবুকে যারা সবথেকে বেশি অপমান করেছেন, তারাই আজ মরা কান্না কাদছেন! বিস্ফোরক দিলীপ ঘোষ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সোমবারই প্রয়াত হয়েছেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তার মৃত্যুতে রাজনৈতিক মহলে সর্বত্র শোকের ছায়া। প্রবাদপ্রতিম এই রাজনীতিবিদের হাত ধরে বাংলার বর্তমান অনেক রাজনীতিবিদ আজ প্রতিষ্ঠিত জায়গায় বিরাজ করছেন। স্বাভাবিক ভাবেই তার মত একজন মহান ব্যক্তিত্বের এভাবে চলে যাওয়ায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে। দলমত নির্বিশেষে সকলেই প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণে শোকবার্তা জ্ঞাপন করছেন। আর এমত পরিস্থিতিতে এবার প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর পর বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সূত্রের খবর, এদিন সকালে চা চক্র থেকে বেরিয়ে দিলীপবাবু বলেন, “প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে ভারত রাজনীতির এক অভিভাবককে হারালাম। যারা প্রণববাবুকে সবথেকে বেশি অপমান করেছেন, অসম্মান করেছেন, ভোট দেননি, তারাই আজ মরাকান্না কাঁদছেন।” আর দিলীপবাবুর এই মন্তব্যতে এখন শুরু হয়েছে জোর গুঞ্জন। হঠাৎ কাদের উদ্দেশ্যে এই ধরনের মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি? অনেকে বলছেন, রাষ্ট্রপতি নির্বাচনের সময় কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সেই সময় তাকে সমর্থন করা নিয়ে তৃণমূলের পক্ষ থেকে নানা দ্বিমত প্রকাশ্যে আসে। এদিন নাম না করে সেই কথা তুলে ধরে পরোক্ষে তৃণমূলকে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি বলে মনে করছেন একাংশ। এদিকে এদিন রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়েও সরব হতে দেখা যায় দিলীপ ঘোষকে। তিনি বলেন, “পরিবর্তনের জন্য প্রয়োজন গণতান্ত্রিক পরিবেশ। সেই পরিবেশ শেষ করে দেওয়া হচ্ছে। রাজ্যে একুশের আইন চলছে। কোনো আইন রাজ্যে মানা হয় না। কোন দপ্তরে কত টাকা আসছে, কত খরচ হচ্ছে, তার কোনো হিসেব নেই।”

বিশেষজ্ঞরা বলছেন, সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। তার আগে এখন রাজনৈতিক পারদ ক্রমশ চড়তে শুরু করেছে। এমত পরিস্থিতিতে প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর পর শোকপ্রকাশ করে তাকে নিয়ে মন্তব্য করতে গিয়ে বিস্ফোরক উক্তি করে ফেললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে রাজনৈতিক মহলে এখন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে, তিনি ঠিক তাদের উদ্দেশ্যে এই “মরাকান্না কাদা হচ্ছে” বলে মন্তব্য করলেন! যার রহস্য উন্মোচনে ব্যস্ত রাজনৈতিক মহল। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!