এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > প্রার্থী বদল না হলে হবে ইস্তফা প্রদান, বড়োসড়ো হুঁশিয়ারি এবার স্থানীয় বিজেপি নেতাদের

প্রার্থী বদল না হলে হবে ইস্তফা প্রদান, বড়োসড়ো হুঁশিয়ারি এবার স্থানীয় বিজেপি নেতাদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – যত সময় যাচ্ছে, গেরুয়া শিবিরের অন্তর্দ্বন্দ্ব যেন দাবানলের মত ছেয়ে যাচ্ছে রাজ্যজুড়ে। প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই শুরু হয়েছে রাজ্যজুড়ে গেরুয়া শিবিরের প্রবল অন্তর্দ্বন্দ্ব। ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় নেতাকর্মীরা। এই অবস্থায় বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে গিয়ে কোথাও তৃণমূলের সমর্থনে প্রচার চালাতে শুরু করেছে বিক্ষুব্ধ বিজেপি নেতারা আবার কোথাও নির্দল প্রার্থী হিসেবে বিক্ষহুব্ধ নেতারা প্রার্থী দিচ্ছেন। মোদ্দাকথা, প্রার্থী বদলের দাবি এই মুহূর্তে চরম প্রাসঙ্গিক হয়ে উঠছে ক্রমশ।

অন্যদিকে এ ধরনের ঘটনা কার্যত গেরুয়া শিবিরকে চরম অস্বস্তির মুখে ঠেলে দিয়েছে। প্রার্থী বদল এতটাই প্রাসঙ্গিক হয়ে উঠেছে, যেখানে এবার স্থানীয় বিজেপি নেতারা ইস্তফা দেওয়ার জন্য চিঠি লিখলেন জেলা বিজেপি নেতৃত্বকে। জানা গিয়েছে, নদীয়ার দক্ষিণ সাংগঠনিক জেলাতে প্রার্থী তালিকায় বদল না আনায় ইস্তফা দেওয়ার রাস্তাই বেছে নিয়েছেন বিজেপির 17 জন সদস্য। এই অনুসারে তাঁরা দলীয় নেতৃত্বকে চিঠিও দিয়েছেন বলে জানা গিয়েছে। ইস্তফা প্রদানকারীরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, রাণাঘাটের উত্তর-পশ্চিম কেন্দ্রের প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের বদল চাই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদি বদল না করা হয় তাহলে তাঁরা গণইস্তফা দেবেন। প্রসঙ্গত প্রাক্তন সাংসদ পার্থ চট্টোপাধ্যায় সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। আর তারপরেই হাতে এসে গেছে প্রার্থী টিকিট। যথারীতি এই নিয়ে ব্যাপক ক্ষোভের আগুন জ্বলে উঠেছে রাণাঘাট এলাকায়। ঘোষিত প্রার্থী বদলের দাবি উঠলেও তাতে এখনো পর্যন্ত কর্ণপাত করেনি বিজেপি নেতৃত্ব। এবার তাই এবার মনে করা হচ্ছে প্রার্থী বদলের ক্ষেত্রে শেষ অস্ত্র হাতে তুলে নিলেন আদি বিজেপি নেতারা।

রানাঘাট উত্তর পশ্চিম এর পাশাপাশি কল্যাণী কেন্দ্রের বিজেপি প্রার্থীকে নিয়েও শুরু হয়েছে ব্যাপক অসন্তোষ। কল্যাণী কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন অম্বিকা রায়। তাঁকে ‘বহিরাগত’ বলে ইতিমধ্যে স্থানীয় বিজেপি নেতা কর্মীরা অসন্তোষ প্রকাশ করতে শুরু করেছেন। সব মিলিয়ে রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় যেভাবে স্থানীয় নেতাকর্মীদের অসন্তোষ সামনে আসছে, তাতে কিন্তু গেরুয়া শিবিরের চাপ বাড়ছে বৈ কমছেনা। তবে এবার দেখার, স্থানীয় নেতাদের দল ছাড়ার হুঁশিয়ারিতে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে প্রার্থী বদলের মতো গুরুতর সিদ্ধান্ত নেওয়া হয় কিনা!

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!