এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রার্থী ঘোষণার আগেই তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে, ঘাসফুলের দুর্গ কি ক্রমশ কমজোরি?

প্রার্থী ঘোষণার আগেই তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে, ঘাসফুলের দুর্গ কি ক্রমশ কমজোরি?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিলেও এখনো পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে বা অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি। কিন্তু তৃণমূল নেত্রীর প্রার্থী ঘোষণার আগেই দেখা যাচ্ছে, তৃণমূল শিবিরের অনেক নেতা-নেত্রীই আর ধৈর্য রাখতে পারছেননা। যথারীতি তৃণমূল সুপ্রীমোর মনোনীত করার আগেই নিজেরাই নিজেদের মনোনীত করে পছন্দসই আসনে নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা করে দিচ্ছেন। কিছুদিন আগেই দেখা গিয়েছিল, শিবপুর আসনে নিজেকে প্রার্থী ঘোষণা করে দিয়েছেন তৃণমূল নেতা তথা বর্ষীয়ান বিধায়ক জটু লাহিড়ী। ইতিমধ্যে শোনা যাচ্ছে, শিবপুর অঞ্চলে দেওয়াল লিখনও শুরু হয়ে গেছে তাঁর নামে।

পাশাপাশি জটু লাহিড়ী প্রশান্ত কিশোরের ব্যাপকভাবে সমালোচনা চালান। এমনকি অভিযোগ করেন, প্রশান্ত কিশোরের জন্য সংগঠনের ক্ষতি হয়ে গিয়েছে বলে। এবং তিনি যে শুধুমাত্র তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কথা ছাড়া অন্য কোন কারুর কথা মানবে না সেটাও জানিয়ে দেন। এই নিয়েই যথেষ্ট গুঞ্জন শুরু হয়েছে তৃণমূল শিবিরের অন্দরে। এরপরেই নাম এসেছে হাওড়ার উত্তর কেন্দ্রের স্থানীয় তৃণমূল নেতা গৌতম চৌধুরীর। গৌতম চৌধুরীর নাম সামনে আসার কারণ সিপিএম বিধায়ক লগনদেও সিং সাহাগঞ্জের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেন। উত্তর হাওড়া সেক্ষেত্রে অবাঙালি অধ্যুষিত। সেক্ষেত্রে মনে করা হচ্ছে, উত্তর হাওড়া থেকে টিকিট পেতে পারেন লগনদেও সিং।

কিন্তু নেত্রীর নির্দেশের পরোয়া না করে সেখানে স্থানীয় তৃণমূল নেতা গৌতম চৌধুরীর নামে পোস্টার পড়তে শুরু করে দিয়েছ্। বোঝাই যাচ্ছে, দীর্ঘদিন সিপিএমের বিরুদ্ধে লড়াই চালানো গৌতম চৌধুরী কিন্তু খুব সহজে এলাকার দখল ছাড়বেন না। আর এরপর অভাবনীয়ভাবে নাম এসেছে নবদ্বীপ অঞ্চলের। সেখানেও বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহার সমর্থনে দেওয়াল লিখন শুরু হয়েছে। মানিকচক থেকেও নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন মালদার সাবিত্রী মিত্র। মানিকচক কেন্দ্রের গতবার জয়ী হয়েছিলেন মহঃ মোত্তাকিন আলম। মালদায় অবশ্য ব্যাপকভাবে গোষ্ঠী কোন্দল রয়েছে যা তৃণমূলনেত্রী হাজার বার সতর্ক করলেও মেটেনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই মানিকচক কেন্দ্রে এবার সাবিত্রী মিত্র নিজেকেই প্রার্থী হিসেবে ঘোষণা করে দিলেন। যদিও সাবিত্রী মিত্রের প্রার্থী ঘোষণা নিয়ে জেলা তৃণমূলে কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে তীব্র সমালোচনা। অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, তৃণমূল শিবিরে যেভাবে নন্দীগ্রাম থেকে তৃণমূল নেত্রী নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করে দিয়েছিলেন, ঠিক সেভাবেই তাঁর দলের বিভিন্ন নেতা-নেত্রীরা একইভাবে নিজেদের প্রার্থী ঘোষণা করছেন। এদিকে দলের প্রার্থী কে হবেন, না হবেন তা এখনও প্রকাশ্যে আসেনি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা প্রকাশ করবেন হয়তো দু-এক দিনের মধ্যে।

অন্যদিকে রাজনৈতিক মহলের মতে, যেভাবে তৃণমূল শিবির থেকে একের পর এক নেতা, মন্ত্রী নিজেদেরকে প্রার্থী হিসেবে ঘোষণা করছেন, তাতে তৃণমূল সুপ্রোমোর প্রকাশিত প্রার্থী তালিকার সঙ্গে যদি বিন্দুমাত্র ফারাক হয়ে যায়, তাহলে কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মাত্রাছাড়া হারে বেড়ে যাবে। সেক্ষেত্রে সমীকরণও পাল্টে যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন পর্যবেক্ষকরা। আপাতত তৃণমূল শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আপাতত রাজনৈতিক মহলের নজর রয়েছে তৃণমূলের প্রার্থী তালিকায় কে স্থান পাবেন, তাই নিয়ে। পাশাপাশি প্রার্থী তালিকা প্রকাশের পর নতুন কোন রাজনৈতিক সমীকরণ উঠে আসে কিনা সেটাও দেখার।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!